জিরানী খালের পাশে দখলদারদের সবকিছু গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নুর তাপস। আজ বুধবার মান্ডা গ্রিন মডেল টাউনের শাপলা ব্রিজসংলগ্ন এলাকা থেকে জিরানী খালের দখল করা জায়গা সরেজমিন পরিদর্শনের একপর্যায়ে তিনি কাদা ও মাটি মাড়িয়ে খালের জায়গা অবৈধভাবে দখল করে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা ও আশপাশের এলাকা ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেন।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ব্রিজে দাঁড়িয়ে খালের অবস্থান দেখার কথা থাকলেও প্রজেক্টের রাস্তা দিয়ে খালের সীমানা ধরে প্রায় এক কিলোমিটার হাঁটেন মেয়র। একপর্যায়ে কর্মকর্তাদের আনতে বলেন ড্রোন।
এ সময় ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিনকে উদ্দেশ্য করে মেয়র তাপস বলেন, ‘গাড়ি আনান, অবৈধ সব গুঁড়িয়ে দেন। আজ এখনই এসব উচ্ছেদ করেন।’ মেয়রের নির্দেশনা পেয়ে প্রধান সম্পত্তি কর্মকর্তা সংশ্লিষ্ট কর্মকর্তাকে ফোন করে এখনই এসব উচ্ছেদের নির্দেশনা দেন। এ সময় মেয়রের এমন তাৎক্ষণিক নির্দেশনায় এলাকাবাসী উচ্ছ্বাস প্রকাশ করেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি, রাজস্ব, বর্জ্য ব্যবস্থাপকসহ করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় কাউন্সিলর এ সময় উপস্থিত ছিলেন।