হোম > সারা দেশ > ঢাকা

ঢাবি এলাকার ৫ দাবি নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাছে সমন্বয়কেরা

ঢাবি প্রতিনিধি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ছবি: আজকের পত্রিকা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস এলাকার বিভিন্ন ধরনের সংস্কারসহ পাঁচ দফা দাবি নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সমন্বয়ক আব্দুল কাদেরের নেতৃত্বে একদল শিক্ষার্থী এই স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে পাঁচ দফা দাবির কথা উল্লেখ করা হয়। দাবিগুলো হলো—ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র, ডাস এবং রাজু ভাস্কর্যের সৌন্দর্য বর্ধনে সময়োপযোগী সংস্কার, ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে পাবলিক টয়লেট ও ডাস্টবিন স্থাপন, দ্রুতগতির যান চলাচল নিয়ন্ত্রণে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্ট—কাজী মোতাহের হোসেন ভবন-শহীদ মিনার, ফজলুল হক মুসলিম হল-কবি সুফিয়া কামাল হল, শহীদুল্লাহ্ হল, কার্জন হল, মোকাররম ভবন-কেন্দ্রীয় খেলার মাঠ, ফুলের দোকান-জাদুঘর, রাজু ভাস্কর্য ক্রসরোডে, মসজিদ-সোহরাওয়ার্দী উদ্যান, ভিসি চত্বর-মল চত্বরে প্রয়োজনীয় স্পিড ব্রেকার, জেব্রা ক্রসিং ও রোড ডিভাইডার স্থাপন, ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে সুপেয় পানির ব্যবস্থায় ফিল্টার স্থাপন এবং রাত্রিকালীন নিরাপদ যাতায়াত নিশ্চিতে পর্যাপ্তসংখ্যক সড়কবাতি স্থাপন করা।

স্মারকলিপিতে বিষয়গুলো যথাযথ গুরুত্বারোপ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দীর্ঘদিনের দাবি, পূরণ সাপেক্ষে, একটি সুন্দর ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস প্রতিষ্ঠায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথা বলা হয়। স্মারকলিপি প্রদানকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার, রিফাত রশীদ, হাসিবুল ইসলাম, মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন