হোম > সারা দেশ > মাদারীপুর

শিবচরে ইউনিয়ন পর্যায়ে করোনার টিকা দেওয়া শুরু ৭ আগস্ট

প্রতিনিধি, শিবচর(মাদারীপুর)

আগামী ৭ আগস্ট থেকে শিবচরের পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে শুরু হবে করোনার টিকাদান কর্মসূচি। পৌর সভা ও ইউনিয়নগুলোতে তিনটি করে কেন্দ্র স্থাপন করে করোনাভাইরাসের টিকা দেওয়া হবে বলে 'করোনা ভাইরাস ভ্যাকসিন ব্যবস্থাপনা কমিটির সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

গতকাল রোববার সন্ধ্যায় শিবচর উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে করোনাভাইরাসের ভ্যাকসিন ব্যবস্থাপনা কমিটির অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী এমপি দলীয় নেতা-কর্মী এবং শিবচরবাসীকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন বলে সভায় জানানো হয়।

জানা গেছে, আগামী ৭ আগস্ট থেকে শিবচর পৌরসভা ও ১৯টি ইউনিয়নের প্রত্যেক ইউনিয়নে ৩টি করে কেন্দ্র স্থাপন করে টিকা প্রদান শুরু হবে। সর্বনিম্ন ১৮ বছর বয়স থেকে শুরু করে সকল বয়সীদের দায়িত্বরত স্বাস্থ্যকর্মীরা করোনার ভ্যাকসিন প্রদান করবেন বলে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ ছাড়াও সভায় করোনা ভাইরাস ভ্যাকসিন গ্রহণে মানুষকে উদ্বুদ্ধ করাসহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন, শিবচর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, ওসি মিরাজ হোসেন , উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মো.তোফাজ্জেল হোসেন  খান, উপজেলা যুবলীগ সভাপতি ইলিয়াস পাশাসহ অন্যরা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, 'আগামী ৭ আগস্ট থেকে পৌরসভাসহ প্রতিটি ইউনিয়নে ৩টি করে কেন্দ্র স্থাপন করে ভ্যাকসিন প্রদান করা হবে। গ্রাম পর্যায়ে শতভাগ মানুষকে টিকার আওতায় নিয়ে আসা হবে।'

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ