হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ঝুটবোঝাই চলন্ত ট্রাকে আগুন, প্রাণ বাঁচাতে খালে নামিয়ে দেন চালক

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গতকাল শনিবার রাতে ঝুটবোঝাই চলন্ত ট্রাকে আগুন। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চলন্ত অবস্থায় ঝুটবোঝাই একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ট্রাকের পেছনে থাকা একটি মাইক্রোবাসে আগুন ছড়িয়ে পড়ে। পরিস্থিতি খারাপ দেখে দাউ দাউ করে জ্বলতে থাকা ট্রাকটি সড়কের পাশের খালে নামিয়ে দেন চালক। তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল শনিবার রাত সোয়া ১১টার দিকে মিজমিজি-জালকুড়ি-নারায়ণগঞ্জ সড়কের জালকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জের মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, একটি ঝুটবোঝাই ট্রাক মিজমিজি-জালকুড়ি-নারায়ণগঞ্জ সড়কের জালকুড়ি খিদরত আলী স্কুলসংলগ্ন এলাকায় পৌঁছানোর পর আগুন ধরে যায়। পরে ট্রাকটির পেছনে থাকা একটি মাইক্রোবাসে আগুন ছড়িয়ে পড়ে। এতে মাইক্রোবাসটির একপাশ পুড়ে যায়। একপর্যায়ে আত্মরক্ষার্থে ট্রাকের চালক সড়কের পাশের একটি খালে ট্রাক নামিয়ে দেন। তবে খালে খুব সামান্য পানি ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান।

মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বলেন, ঝুটবোঝাই একটি ট্রাকে চলন্ত অবস্থায় আগুন ধরে যায়। তবে কীভাবে আগুন লাগে, তা কেউ বলতে পারেননি। আমাদের দুটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ট্রাকটির চালককে আহত অবস্থা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে ঝুটের মালিকের খোঁজ এখনো পাওয়া যায়নি।

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত