হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ঝুটবোঝাই চলন্ত ট্রাকে আগুন, প্রাণ বাঁচাতে খালে নামিয়ে দেন চালক

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গতকাল শনিবার রাতে ঝুটবোঝাই চলন্ত ট্রাকে আগুন। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চলন্ত অবস্থায় ঝুটবোঝাই একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ট্রাকের পেছনে থাকা একটি মাইক্রোবাসে আগুন ছড়িয়ে পড়ে। পরিস্থিতি খারাপ দেখে দাউ দাউ করে জ্বলতে থাকা ট্রাকটি সড়কের পাশের খালে নামিয়ে দেন চালক। তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল শনিবার রাত সোয়া ১১টার দিকে মিজমিজি-জালকুড়ি-নারায়ণগঞ্জ সড়কের জালকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জের মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, একটি ঝুটবোঝাই ট্রাক মিজমিজি-জালকুড়ি-নারায়ণগঞ্জ সড়কের জালকুড়ি খিদরত আলী স্কুলসংলগ্ন এলাকায় পৌঁছানোর পর আগুন ধরে যায়। পরে ট্রাকটির পেছনে থাকা একটি মাইক্রোবাসে আগুন ছড়িয়ে পড়ে। এতে মাইক্রোবাসটির একপাশ পুড়ে যায়। একপর্যায়ে আত্মরক্ষার্থে ট্রাকের চালক সড়কের পাশের একটি খালে ট্রাক নামিয়ে দেন। তবে খালে খুব সামান্য পানি ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান।

মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বলেন, ঝুটবোঝাই একটি ট্রাকে চলন্ত অবস্থায় আগুন ধরে যায়। তবে কীভাবে আগুন লাগে, তা কেউ বলতে পারেননি। আমাদের দুটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ট্রাকটির চালককে আহত অবস্থা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে ঝুটের মালিকের খোঁজ এখনো পাওয়া যায়নি।

৯৯৯-এ ফোন করে স্ত্রীর বিরুদ্ধে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ ঢাকায় কর্মরত পাকিস্তানি নাগরিকের

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে