হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় ফুটপাত দখল করায় ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় ফুটপাত দখল করে দোকান পাঠ তৈরি করায় উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ। অভিযানকালে প্রায় বিশটি ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করা হয়।

উত্তরার রাজলক্ষ্মী এবং তার আশপাশের ৩ নম্বর সেক্টরে সোমবার দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

ডিএনসিসি ভ্রমর আদালতের নেতৃত্ব দেন অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহ কর্মকর্তা মো. জুলকার নায়ন। এ সময় ডিএনসিসির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে উত্তরা পশ্চিম থানা-পুলিশের একটি টিম সহযোগিতা করে। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জুলকার নায়ন আজকের পত্রিকাকে বলেন, রমজান মাস উপলক্ষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় রাজলক্ষ্মী ও তার আশপাশের সুপারশপ, ইফতারির দোকান ও বাজার পরিদর্শন করা হয়। অভিযানকালে ইফতার সামগ্রী খোলা রাখা ও ফুটপাত দখল করায় স্থানীয় সরকার সিটি করপোরেশন আইনে তিন দোকানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নাইয় বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় রাজলক্ষ্মী ও তার আশপাশের এলাকার ফুটপাত দখল করে দোকান পাট তৈরি করার অভিযোগে ১৫ থেকে ২০টি দোকান উচ্ছেদ করা হয়েছে। 

এক প্রশ্নের জবাবে জুলকার নায়ন বলেন, ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ অভিযান করতে এরই মধ্যে আবেদন করা হয়েছে। অনুমতি পেলেই উচ্ছেদ অভিযান শুরু হবে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু