হোম > সারা দেশ > ঢাকা

আমার নিয়োগপত্রে কোনো ঘষামাজা ছিল না: ওয়াসার এমডি তাকসিম

বিশেষ প্রতিবেদক, ঢাকা

২০০৯ সালে দেওয়া নিয়োগপত্রে কোনো ঘষামাজা ছিল না বলে দাবি করেছেন ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খান। সেখানে নিয়োগের বিষয়ে কর্তৃপক্ষের কিছু অনুশাসন আর নির্দেশনা ছিল বলে জানান তিনি। 

নিজ দপ্তরে আজ বুধবার তাঁর নিয়োগ নিয়ে ব্যারিস্টার সায়েদুল হক সুমনের করা রিট ও দুদকে চলমান দুর্নীতির অনুসন্ধান নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

নিয়োগের বিষয়ে তাকসিমের দাবি, তাঁর এমডি হিসেবে নিয়োগে কোথাও কোনো ঝামেলা নেই। তিনি বলেন, ‘২০২০ সালেও এ রকম একটি রিট করা হয়েছিল, তা খারিজ করে দেন আদালত। ওয়াসার আইনজীবী বিস্তারিত তুলে ধরেছেন আদালতের সামনে।’ 

দুদকে চলমান ৩ হাজার ২০০ কোটি টাকার দুর্নীতির অনুসন্ধানের বিষয়ে ওয়াসার এমডি বলেন, ‘বিষয়গুলো হাস্যকর হচ্ছে। কোনো প্রজেক্টের সঙ্গে ওয়াসার এমডির সম্পর্ক থাকে না। দাতা সংস্থা সব দেখভাল করে।’

বারবার অনুসন্ধান করেও কিছু পাওয়া যায়নি উল্লেখ করে তাকসিম এ খান বলেন, ‘পুরো বিষয়টি অসত্য। তদন্তই শুধু হয়, কিন্তু কিছু প্রমাণ হয় না। তাহলে এতবার অনুসন্ধান করে কী করলেন?’ 

যাঁদের ওয়াসায় অনৈতিক কর্মকাণ্ড তিনি বন্ধ করেছেন, এমন একটি দল তাঁর বিরুদ্ধে অপপ্রচার করছে বলেও দাবি করেন তাকসিম। 

হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা