হোম > সারা দেশ > ঢাকা

বেইলি রোডে আগুনে পোড়া ৫ জনের অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়: স্বাস্থ্যমন্ত্রী

ঢামেক প্রতিবেদক

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে আহত অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল ১১ জনকে। তাদের মধ্যে ছয়জন সুস্থ হওয়ায় তাদের শিগগির ছাড়পত্র দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। বাকি পাঁচজনের অবস্থা শঙ্কামুক্ত না হওয়ায় তাদের পর্যবেক্ষণে রাখা হবে। 

গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সেই দুর্ঘটনায় আহত বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয় ১১ জন। নিহত হয় ৪৬ জন। 

আজ শনিবার বেলা ১১টার দিকে বেইলি রোডের বাণিজ্যিক ভবনে আগুনের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন ডা. সামন্ত লাল সেন। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বার্ন ইনস্টিটিউটে ১১ জন ভর্তি ছিল। তাদের চিকিৎসার জন্য ১৭ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী গণভবনে আমাকে ডেকে বলেছেন এদের কেয়ার নেওয়ার কথা। চিকিৎসার খরচ প্রধানমন্ত্রী বহন করবেন। এদের চিকিৎসার জন্য চিকিৎসা ফান্ডে প্রধানমন্ত্রী অর্থসহায়তা দিয়েছেন।’ 

মন্ত্রী বলেন, ‘বার্ন ইনস্টিটিউটে ভর্তি ১১ জনের মধ্যে ছয়জন সুস্থ থাকায় তাদের ছেড়ে দেওয়া হবে, পাঁচজন থাকবে। তাদের কাউকেই শঙ্কামুক্ত বলা যাবে না। তাদের কয়েক দিন পর্যবেক্ষণ করা হবে।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন