হোম > সারা দেশ > ঢাকা

গোলাপগঞ্জে আওয়ামী লীগ নেতার হাত কাটার ঘটনায় আরেক আসামি গ্রেপ্তার

গোলাপগঞ্জ প্রতিনিধি

গোলাপগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছিনু মিয়া চৌধুরী নামে এক আওয়ামী লীগ নেতার বাম হাত কাটার ঘটনায় আরেক আসামিকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা–পুলিশ। গতকাল রোববার রাতে অভিযান পরিচালনা করে এজাহারনামীয় আসামি ফাবলু মিয়াকে (৩৬) গ্রেপ্তার করা হয়। আজ সোমবার গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়। 

গ্রেপ্তারকৃত আসামি শিলঘাট রংপুর গ্রামের মৃত তশিদ আলীর ছেলে। 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই একলাছ মিয়া শিলঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক ফয়জুল করিম। 

এর আগে গত শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে আমুড়া ইউনিয়নের শীলঘাট কুমারপাড়া গ্রামে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছিনু মিয়া চৌধুরী নামে আওয়ামী লীগ নেতার বাম হাত কেটে দেয় প্রতিপক্ষ। ছিনু মিয়া চৌধুরী আমুড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসাংগঠনিক সম্পাদক ও আমুড়া ইউনিয়নের শীলঘাট গ্রামের মৃত হিরা মিয়া চৌধুরীর ছেলে। 

এ ঘটনায় ছিনু মিয়ার ভাতিজা সালমান আহমদ চৌধুরী রাতে ঘটনায় অভিযুক্ত একই ইউনিয়নের শীলঘাট রংপুর গ্রামের মৃত হাবিব আলীর পুত্র আব্দুল মন্নানকে প্রধান আসামি করে সাতজনের নাম উল্লেখ করে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত আব্দুল মন্নানের পুত্র মাহাদীকে (২০) গ্রেপ্তার করে। 

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার