হোম > সারা দেশ > ঢাকা

গোলাপগঞ্জে আওয়ামী লীগ নেতার হাত কাটার ঘটনায় আরেক আসামি গ্রেপ্তার

গোলাপগঞ্জ প্রতিনিধি

গোলাপগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছিনু মিয়া চৌধুরী নামে এক আওয়ামী লীগ নেতার বাম হাত কাটার ঘটনায় আরেক আসামিকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা–পুলিশ। গতকাল রোববার রাতে অভিযান পরিচালনা করে এজাহারনামীয় আসামি ফাবলু মিয়াকে (৩৬) গ্রেপ্তার করা হয়। আজ সোমবার গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়। 

গ্রেপ্তারকৃত আসামি শিলঘাট রংপুর গ্রামের মৃত তশিদ আলীর ছেলে। 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই একলাছ মিয়া শিলঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক ফয়জুল করিম। 

এর আগে গত শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে আমুড়া ইউনিয়নের শীলঘাট কুমারপাড়া গ্রামে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছিনু মিয়া চৌধুরী নামে আওয়ামী লীগ নেতার বাম হাত কেটে দেয় প্রতিপক্ষ। ছিনু মিয়া চৌধুরী আমুড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসাংগঠনিক সম্পাদক ও আমুড়া ইউনিয়নের শীলঘাট গ্রামের মৃত হিরা মিয়া চৌধুরীর ছেলে। 

এ ঘটনায় ছিনু মিয়ার ভাতিজা সালমান আহমদ চৌধুরী রাতে ঘটনায় অভিযুক্ত একই ইউনিয়নের শীলঘাট রংপুর গ্রামের মৃত হাবিব আলীর পুত্র আব্দুল মন্নানকে প্রধান আসামি করে সাতজনের নাম উল্লেখ করে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত আব্দুল মন্নানের পুত্র মাহাদীকে (২০) গ্রেপ্তার করে। 

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার