হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ফতুল্লায় হত্যা মামলায় সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় কবির হোসেন হত্যা মামলায় ২ আসামির আমৃত্যু কারাদণ্ড ও ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় একজন আসামি ছাড়া বাকি সকলেই পলাতক ছিলেন। 

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্তরা হলেন ফতুল্লার দক্ষিণ শিয়াচর এলাকার সালেহা বেগম ও কোতয়ালের বাগ এলাকার মনির হোসেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন ফতুল্লার কোতয়ালের বাগ এলাকার কাজল মিয়া, লাল খা এলাকার জুয়েল, কোতয়ালের বাগ এলাকার নুরুল ইসলাম, বরগুনা জেলার মাজেদুল ইসলাম মঞ্জু ও যশোর জেলার লিটন। সাত আসামির মধ্যে কেবল সালেহা বেগম আদালতে উপস্থিত ছিলেন। 

রায়ের সত্যতা নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শিপ্রা মোদক। তিনি আজকের পত্রিকাকে বলেন, ২০১১ সালের ২১ এপ্রিল রাতে ফতুল্লার শিয়াচর এলাকার বাসিন্দা কবির হোসেন (৩৫) বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন। পরের দিন সকালে বাসার পাশে একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় তার স্ত্রী তাসলিমা আক্তার বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। 

দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে তিনজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও ১১ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আজ এই রায় ঘোষণা করেছে আদালত।

একই বিষয়ে আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ‘ফতুল্লা থানার একটি হত্যা মামলায় দুইজনকে আমৃত্যু কারাদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রায় ঘোষণার সময়ে সালেহা বেগম ছাড়া সকলেই পলাতক ছিলেন। দন্ডপ্রাপ্ত সালেহাকে কারাগারে পাঠানো হয়েছে।’

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ