হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ফতুল্লায় হত্যা মামলায় সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় কবির হোসেন হত্যা মামলায় ২ আসামির আমৃত্যু কারাদণ্ড ও ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় একজন আসামি ছাড়া বাকি সকলেই পলাতক ছিলেন। 

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্তরা হলেন ফতুল্লার দক্ষিণ শিয়াচর এলাকার সালেহা বেগম ও কোতয়ালের বাগ এলাকার মনির হোসেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন ফতুল্লার কোতয়ালের বাগ এলাকার কাজল মিয়া, লাল খা এলাকার জুয়েল, কোতয়ালের বাগ এলাকার নুরুল ইসলাম, বরগুনা জেলার মাজেদুল ইসলাম মঞ্জু ও যশোর জেলার লিটন। সাত আসামির মধ্যে কেবল সালেহা বেগম আদালতে উপস্থিত ছিলেন। 

রায়ের সত্যতা নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শিপ্রা মোদক। তিনি আজকের পত্রিকাকে বলেন, ২০১১ সালের ২১ এপ্রিল রাতে ফতুল্লার শিয়াচর এলাকার বাসিন্দা কবির হোসেন (৩৫) বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন। পরের দিন সকালে বাসার পাশে একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় তার স্ত্রী তাসলিমা আক্তার বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। 

দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে তিনজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও ১১ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আজ এই রায় ঘোষণা করেছে আদালত।

একই বিষয়ে আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ‘ফতুল্লা থানার একটি হত্যা মামলায় দুইজনকে আমৃত্যু কারাদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রায় ঘোষণার সময়ে সালেহা বেগম ছাড়া সকলেই পলাতক ছিলেন। দন্ডপ্রাপ্ত সালেহাকে কারাগারে পাঠানো হয়েছে।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন