হোম > সারা দেশ > ঢাকা

বঙ্গবাজারে আগুন নেভাতে দেরি কেন, জানালেন ফায়ার সার্ভিস ডিজি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কাপড়ের অন্যতম জনপ্রিয় বাজার বঙ্গবাজার। আজ মঙ্গলবার ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে এই বাজারের শত শত দোকানির লাখ লাখ টাকার কাপড়। ঈদের আগে বাড়তি বিক্রির আশায় যাঁরা পণ্যসম্ভার এনে রেখেছিলেন, তাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন আরও বেশি।

অগ্নিনির্বাপক বাহিনী ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের নাকের ডগায় থাকলেও অর্ধশত ইউনিট মিলেও বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমন্বয়ের দায়িত্ব নিয়ে আগুন নেভাতে সশস্ত্র বাহিনীকেও সম্পৃক্ত করেছেন। বিমানবাহিনীর হেলিকপ্টারে করে পানি ছিটিয়েছে। এরপর প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় বেলা সাড়ে ১২টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন নেভাতে এতো দেরির কারণ জানতে চাইলে ঘটনাস্থল পরিদর্শনরত ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘উৎসুক জনতা, বাতাস ও পানির সংকটের কারণে আগুন নেভাতে দেরি হয়েছে। বাতাসের কারণে একদিকের আগুন অন্য দিকে ছড়িয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘পানির জন্য সেনাবাহিনী, বিমানবাহিনী ও ওয়াসার সহযোগিতা নিতে হয়েছে। এমনকি সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ব্রিগেডের সদস্যরাও এসেছেন।’

অগ্নিনির্বাপক বাহিনীর প্রধান বলেন, ২০১৯ সালের ২ এপ্রিল বঙ্গবাজারকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করে ব্যানার টানানো হয়। এরপ ১০ বার নোটিশ দেওয়া হয়। তারপরও কর্তৃপক্ষ আমলে না নিয়ে ব্যবসা চালিয়ে আসছে।

তিনি আরও বলেন, ‘ফায়ার সার্ভিস নোটিশ দেওয়ার পরে এটি দেখার দায়িত্ব ছিল সিটি করপোরেশন ও রাজউকের। তবে তাদের বিষয় মন্তব্য করতে পারব না।’

আরও খবর পড়ুন:

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু