হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে ছুরিকাঘাতে তরুণ নিহত, আহত ১ 

ঢামেক প্রতিবেদক

রাজধানীর উত্তর মুগদায় ধারালো অস্ত্রের আঘাতে পিয়াস ইকবাল (২৩) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি কবি নজরুল কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় পিয়াসের বন্ধু শামীম (২৪) গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি আছেন। 

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উত্তর মুগদা লিটল অ্যাঞ্জেল গলিতে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পিয়াস ও শামীমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে মারা যান পিয়াস। 

পিয়াসের প্রতিবেশী ফখরুল আলম জানান, পিয়াসের বাবার নাম ইকবাল হোসেন। তাঁদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায়। উত্তর মুগদায় পরিবারের সঙ্গে থাকতেন পিয়াস। রাত ১০টার দিকে পরিচিত কয়েকজন বন্ধুবান্ধব পিয়াসকে বাসা থেকে ডেকে নিয়ে যান। এর কিছুক্ষণ পর বাসার অদূরে লিটল অ্যাঞ্জেল গলিতে তাঁকে ও তাঁর বন্ধু শামীমকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে তাঁদের ঢামেকে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পিয়াস মারা যান। শামীম হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি। 

চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া। তিনি জানিয়েছেন, পিয়াসের মরদেহ মর্গে রাখা হয়েছে। আর শামীম জরুরি বিভাগে চিকিৎসাধীন। মোবাইল ফোন কেনাবেচা নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি মুগদা থানার পুলিশ তদন্ত করছে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু