মালদ্বীপের কারাগারে আটক সাজাপ্রাপ্ত বাংলাদেশি বন্দীদের দেশে ফেরাতে দেশটির সঙ্গে একটি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ রোববার মন্ত্রিসভার বৈঠকে চুক্তির খসড়াটি অনুমোদন দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে এক ব্রিফিংয়ে বলেন, মালদ্বীপের জেলে বাংলাদেশের সাজাপ্রাপ্ত ৪৩ জন বন্দী আছেন। আর ৪০ জনের বিচার চলছে। তবে বাংলাদেশে মালদ্বীপের কোনো বন্দী নেই।
মালদ্বীপের সঙ্গে চুক্তি হলে উভয় দেশ বন্দী বিনিময় করতে পারবে জানিয়ে আনোয়ারুল বলেন, সরকার উদ্যোগ না নিলেও বন্দী নিজেই নিজ দেশে ফেরার আবেদন করতে পারবেন। কোনো বন্দী দেশে এলেও তাঁকে সাজা খাটতে হবে।