হোম > সারা দেশ > ঢাকা

চেকপোস্টে বুকে গুলি চালিয়ে পুলিশ সদস্যের ‘আত্মহত্যা’

ঢামেক প্রতিনিধি

রাজধানীর বনানীতে পুলিশ চেকপোস্টের বাথরুমে গুলিবিদ্ধ হয়ে আশরাফুজ্জামান রনি (২২) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি মিরপুর পুলিশ লাইনে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। রনি পিস্তল দিয়ে নিজের বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ দাবি করেছে।

আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা রনিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, সকালে গুলিবিদ্ধ এক পুলিশ সদস্যকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই পুলিশ সদস্যের বুকে গুলি লেগেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) মুন্তাহারুল ইসলাম বলেন, রনি পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণ বিভাগের এএসটিএফ কোম্পানিতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। থাকতেন মিরপুর পুলিশ লাইনে। বনানী ১১ নম্বর রোডের শেষ মাথায় পুলিশ চেকপোস্টে ডিউটি ছিল রনির। সকাল সাড়ে ৬টার দিকে ডিউটি পোস্টে যান তিনি। এর পরই চেকপোস্টের বাথরুমে ঢোকেন। কিছুক্ষণ পর বাথরুমের ভেতর থেকে একটি গুলির শব্দ আসে। পুলিশের অন্য সদস্যরা দরজা ধাক্কা দিয়ে খুলে ভেতরে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন রনি। দ্রুত তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই আরও বলেন, পুলিশ সদস্য রনি নিজের ইস্যুকৃত পিস্তল দিয়ে নিজের বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে এখনো কিছুই জানা যায়নি। নিহত রনির বাড়ি ঢাকা জেলার ধামরাই উপজেলার চন্দ্রপাড়া গ্রামে। ২০২০ সালে চাকরিতে যোগদান করেছিলেন তিনি।

২৪ ব্যবসায়ীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন