হোম > সারা দেশ > ঢাকা

চেকপোস্টে বুকে গুলি চালিয়ে পুলিশ সদস্যের ‘আত্মহত্যা’

ঢামেক প্রতিনিধি

রাজধানীর বনানীতে পুলিশ চেকপোস্টের বাথরুমে গুলিবিদ্ধ হয়ে আশরাফুজ্জামান রনি (২২) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি মিরপুর পুলিশ লাইনে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। রনি পিস্তল দিয়ে নিজের বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ দাবি করেছে।

আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা রনিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, সকালে গুলিবিদ্ধ এক পুলিশ সদস্যকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই পুলিশ সদস্যের বুকে গুলি লেগেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) মুন্তাহারুল ইসলাম বলেন, রনি পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণ বিভাগের এএসটিএফ কোম্পানিতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। থাকতেন মিরপুর পুলিশ লাইনে। বনানী ১১ নম্বর রোডের শেষ মাথায় পুলিশ চেকপোস্টে ডিউটি ছিল রনির। সকাল সাড়ে ৬টার দিকে ডিউটি পোস্টে যান তিনি। এর পরই চেকপোস্টের বাথরুমে ঢোকেন। কিছুক্ষণ পর বাথরুমের ভেতর থেকে একটি গুলির শব্দ আসে। পুলিশের অন্য সদস্যরা দরজা ধাক্কা দিয়ে খুলে ভেতরে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন রনি। দ্রুত তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই আরও বলেন, পুলিশ সদস্য রনি নিজের ইস্যুকৃত পিস্তল দিয়ে নিজের বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে এখনো কিছুই জানা যায়নি। নিহত রনির বাড়ি ঢাকা জেলার ধামরাই উপজেলার চন্দ্রপাড়া গ্রামে। ২০২০ সালে চাকরিতে যোগদান করেছিলেন তিনি।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন দুই দিন পিছিয়ে শনিবার, থাকবে বিআরটিসির বাস সার্ভিস

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ