হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

শিক্ষার্থী শাহজালাল হত্যা, খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

দিঘিরপাড় এ সি ইনস্টিটিউশনের সামনে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে দীঘিরপাড়ে এ সি ইনস্টিটিউশন শ্রেণির ছাত্র শাহজালাল হত্যার ঘটনায় খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই কর্মসূচিতে যোগ দেয়।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় বিদ্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করে বাচ্চু হালদারের বাড়ি হয়ে দীঘিরপাড় পুলিশ ফাঁড়ির সামনে গিয়ে বক্তব্য দিয়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। নিহত শাহজালাল টঙ্গিবাড়ী উপজেলার রাজাবাড়ী চর এলাকার আনোয়ার ব্যাপারীর ছেলে।

মানববন্ধনে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম মোশারফ হোসেন, সহকারী শিক্ষক ইমন হোসেন, লিয়াকত হোসেনসহ আরও অনেকে। এ সময় শিক্ষার্থী শাহজালালের খুনের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।

উল্লেখ্য, শাহজালাল মঙ্গলবার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। বুধবার দুপুরে সদর উপজেলার চর বাংলাবাজার এলাকায় কৃষিজমি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় শাহজালালের বাবা আনোয়ার ব্যাপারী বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে বুধবার রাতে মুন্সিগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন।

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ

জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন

স্বেচ্ছাসেবক দলনেতা হত্যা: শনাক্ত হয়নি কেউ, স্ত্রীর মামলা

কেরানীগঞ্জে নারী কারারক্ষীর স্বর্ণালংকার ও টাকা ছিনতাই

এনসিপির আধিপত্যবাদবিরোধী মার্চে পুলিশের বাধা