হোম > সারা দেশ > ঢাকা

মুন্সিগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা 

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জে সাথিয়া আক্তার শিফা (১৬) নামে এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। আজ সোমবার সদর উপজেলার নৈরপুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। 

সাথিয়া আক্তার মাকহাটি গুরু চরণ উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী ও মহাকালী ইউনিয়নের নৈরপুকুরপাড় এলাকার স্বপন খানের মেয়ে। 

স্বজনরা জানান, আজ সকালে প্রাইভেট পড়ার কথা বলে বাসা থেকে বের হন শিফা। বাড়িতে ফিরতে দেরি হওয়ায় মা হীরা বেগম তার শিক্ষককে ফোন করে জানতে পারেন, সে আজ পড়তে যায়নি। পরে স্কুলের মাঠে গিয়ে শিফাকে তার এক বান্ধবীর সঙ্গে পেয়ে বাসায় এনে বকাঝকা করে ঘরের দরজা লাগিয়ে দেন তিনি। 

এর কিছুক্ষণ পর সাড়াশব্দ না পেয়ে মা হীরা বেগম দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে দেখতেন, শিফা ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে।

পরে স্থানীয়দের সহায়তায় শিফাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।’

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক