হোম > সারা দেশ > ঢাকা

খিলগাঁওয়ে বাসা থেকে কিশোরী গৃহকর্মীর মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

রাজধানীর খিলগাঁও উত্তর গোড়ান এলাকার একটি বাসা থেকে আরিফা (১২) নামে এক কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উত্তর গোড়ানের বাসা থেকে মরদেহটি উদ্ধার করে খিলগাঁও থানা-পুলিশ। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) এস এম জাকির হোসেন বলেন, সকালে খবর আসে উত্তর গোড়ানের সাততলা বাসার বাথরুম থেকে ওই গৃহকর্মীর মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় সে বাথরুমের ভেতরে অ্যাঙ্গেলের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। 

তিনি আরও জানান, গৃহকর্মী আরিফা ২৪ জুন ওই বাসায় কাজে যোগদান করেন। আজকে সকালে বাথরুমের দরজা খোলা রেখে কাপড় রাখার এঙ্গেলের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বাসার লোকজন থানা-পুলিশে খবর দেয়। তবে কেন ওই গৃহকর্মী গলায় ফাঁসি দিয়েছে, তা জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। 

জানা গেছে, ওই গৃহকর্মী আরিফাকে তাঁর বড় বোন রাজিয়া উত্তর গোড়ান পারটেক্স গ্রুপের (পেপার) জেনারেল ম্যানেজার লুৎফর রহমানের বাসায় কাজে দেয়। গতকাল সন্ধ্যার দিকে বাবা–মায়ের সঙ্গে মোবাইলে বলে সে আর মানুষের বাসায় কাজ করবে না। আরিফার বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার পুরপুনিয়া গ্রামে। বাবার নাম হাবিবুর রহমান।

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ