হোম > সারা দেশ > ঢাকা

খিলগাঁওয়ে বাসা থেকে কিশোরী গৃহকর্মীর মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

রাজধানীর খিলগাঁও উত্তর গোড়ান এলাকার একটি বাসা থেকে আরিফা (১২) নামে এক কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উত্তর গোড়ানের বাসা থেকে মরদেহটি উদ্ধার করে খিলগাঁও থানা-পুলিশ। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) এস এম জাকির হোসেন বলেন, সকালে খবর আসে উত্তর গোড়ানের সাততলা বাসার বাথরুম থেকে ওই গৃহকর্মীর মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় সে বাথরুমের ভেতরে অ্যাঙ্গেলের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। 

তিনি আরও জানান, গৃহকর্মী আরিফা ২৪ জুন ওই বাসায় কাজে যোগদান করেন। আজকে সকালে বাথরুমের দরজা খোলা রেখে কাপড় রাখার এঙ্গেলের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বাসার লোকজন থানা-পুলিশে খবর দেয়। তবে কেন ওই গৃহকর্মী গলায় ফাঁসি দিয়েছে, তা জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। 

জানা গেছে, ওই গৃহকর্মী আরিফাকে তাঁর বড় বোন রাজিয়া উত্তর গোড়ান পারটেক্স গ্রুপের (পেপার) জেনারেল ম্যানেজার লুৎফর রহমানের বাসায় কাজে দেয়। গতকাল সন্ধ্যার দিকে বাবা–মায়ের সঙ্গে মোবাইলে বলে সে আর মানুষের বাসায় কাজ করবে না। আরিফার বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার পুরপুনিয়া গ্রামে। বাবার নাম হাবিবুর রহমান।

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ