হোম > সারা দেশ > ঢাকা

মোহাম্মদপুরে ওসির ওপর হামলা: খতিবসহ গ্রেপ্তার ১২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান হাউজিংয়ের কেন্দ্রীয় মসজিদ এলাকায় মুসল্লিদের বিক্ষোভের সময় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদের ওপর হামলার ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে সাতমসজিদ হাউজিং এলাকার ভাঙা মসজিদের খতিব ওমর ফারুক ও একই মসজিদের ইমাম রয়েছেন। 

এ দিকে হামলার ঘটনায় আহত আবুল কালাম আজাদকে আগারগাঁওয়ের নিউরো সায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি মগবাজারের হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন। 

সোমবার বিকেলে খতিবসহ ১২ জনকে গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) শেখ মো. কামরুজ্জামান। 

পরিদর্শক কামরুজ্জামান বলেন, ‘গত শুক্রবার জুমার নামাজ শেষে ঢাকা উদ্যান কেন্দ্রীয় মসজিদে নামাজ শেষে মুসল্লিরা বিক্ষোভের উদ্দেশ্যে জড়ো হন। এ সময় ওসি আবুল কালাম আজাদ ঘটনাস্থলে গিয়ে বলেন, আপনারা শান্তিপূর্ণভাবে মিছিল দ্রুততম সময়ের মধ্যে শেষ করেন। এ কথা বলে চলে আসার পথে পেছন থেকে কয়েকজন যুবক ওসির ওপর হামলা চালায়। এ ঘটনার পর অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত ও নির্দেশদাতা ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’ 

গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় জানতে চাইলে কামরুজ্জামান বলেন, ‘সবার নামের তালিকা এখন আমার হাতে নেই। তবে সাতমসজিদ হাউজিংয়ের খতিব ওমর ফারুক ও একই মসজিদের ইমাম মোস্তাফিজুর রহমান রয়েছেন। সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে হামলার ঘটনায় কার ইন্ধন রয়েছে এবং কারা জড়িত। জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করে সবাইকে আদালতে পাঠানো হয়েছে।’ 

হামলায় আহত ওসির শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘হামলার ঘটনার পর ওসিকে আগারগাঁওয়ের নিউরো সায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে চোখের চিকিৎসার জন্য হলি ফ্যামিলি হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকেরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন।’ 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন