হোম > সারা দেশ > ঢাকা

অর্থ আত্মসাতের দায়ে সিটি ব্যাংকের সাবেক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অর্থ আত্মসাতের দায়ে সিটি ব্যাংকের সাবেক সহকারী ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুসাব্বির রহিমকে ২৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন এ রায় ঘোষণা করেন।

রায়ে বলা হয়েছে, আসামির বিরুদ্ধে জাল-জালিয়াতি, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁকে কারাদণ্ড দেওয়া হলো। দণ্ডবিধির চারটি ধারায় এই শাস্তি দেওয়া হয়। দুটি ধারায় প্রত্যেকটিতে সাত বছর করে ১৪ বছর এবং একটি ধারায় ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আরেকটি ধারায় দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। আসামিকে চারটি ধারায় মোট ১ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আসামি মুসাব্বির রহিম জামিনে ছিলেন। তিনি অসুস্থতা কারণে আদালতে হাজির হতে পারেননি জানিয়ে সময় আবেদন করেন তাঁর আইনজীবী। সময় আবেদন নামঞ্জুর করে জামিন বাতিল করেন আদালত। পরে তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

ওই আদালতের বেঞ্চ সহকারী বেলাল হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৫ নভেম্বর থেকে ২০১৬ সালের ২৪ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময়ে জালিয়াতির মাধ্যমে সিটি ব্যাংক ও এর গ্রাহকদের কাছ থেকে দুই কোটি ৫০ লাখ টাকার অধিক হাতিয়ে নেন মুসাব্বির রহিম। এ অভিযোগে ২০১৬ সালের ১৮ আগস্ট বনানী থানায় মামলাটি দায়ের করেন সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ের লিগ্যাল ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট এ কে এম আইয়ুব উল্যাহ। মামলাটি তদন্ত করে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদকের সহকারী পরিচালক মনিরুল ইসলাম।

২০১৯ সালের ২৫ আগস্ট মুসাব্বির রহিমের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত ২১ জন সাক্ষীর মধ্যে ১৭ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার