হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় ১০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় ৩০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উত্তরা আবদুল্লাহপুরের বাসস্টপেজ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদ আলম আজ মঙ্গলবার দুপুরে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। 

গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার পাইটালবাড়ির মো. ফারুকের ছেলে আসিফ (১৮), কিশোরগঞ্জ সদর উপজেলার স্বল্পমারিয়া গ্রামের মো. সেকান্দার মিয়ার ছেলে ফারুক (৩৮) ও কক্সবাজারের রামু উপজেলার ঈদগর গ্রামের নবী হোসেনের ছেলে আবুল কাশেম (৩২)। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ওসি মাসুদ আলম বলেন, এসব ইয়াবা মাদক কারবারিরা সু-কৌশলে শরীর বিভিন্ন স্থানে লুকিয়ে কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে নিয়ে এসেছেন। পরে তাঁরা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এগুলো বিক্রি করতেন। 

তিনি আরও বলেন, গ্রেপ্তার হওয়া মাদক কারবারি আবুল কাশেমের বিরুদ্ধে সিলেট মহানগরীর চান্দগাঁও থানায়ও মাদক মামলা রয়েছে। 

ওসি মাসুদ বলেন, ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় উত্তরা পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরে আজ সকালে তাঁদেরকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট