হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় ১০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় ৩০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উত্তরা আবদুল্লাহপুরের বাসস্টপেজ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদ আলম আজ মঙ্গলবার দুপুরে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। 

গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার পাইটালবাড়ির মো. ফারুকের ছেলে আসিফ (১৮), কিশোরগঞ্জ সদর উপজেলার স্বল্পমারিয়া গ্রামের মো. সেকান্দার মিয়ার ছেলে ফারুক (৩৮) ও কক্সবাজারের রামু উপজেলার ঈদগর গ্রামের নবী হোসেনের ছেলে আবুল কাশেম (৩২)। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ওসি মাসুদ আলম বলেন, এসব ইয়াবা মাদক কারবারিরা সু-কৌশলে শরীর বিভিন্ন স্থানে লুকিয়ে কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে নিয়ে এসেছেন। পরে তাঁরা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এগুলো বিক্রি করতেন। 

তিনি আরও বলেন, গ্রেপ্তার হওয়া মাদক কারবারি আবুল কাশেমের বিরুদ্ধে সিলেট মহানগরীর চান্দগাঁও থানায়ও মাদক মামলা রয়েছে। 

ওসি মাসুদ বলেন, ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় উত্তরা পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরে আজ সকালে তাঁদেরকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে।

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব