হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় ১০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় ৩০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উত্তরা আবদুল্লাহপুরের বাসস্টপেজ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদ আলম আজ মঙ্গলবার দুপুরে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। 

গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার পাইটালবাড়ির মো. ফারুকের ছেলে আসিফ (১৮), কিশোরগঞ্জ সদর উপজেলার স্বল্পমারিয়া গ্রামের মো. সেকান্দার মিয়ার ছেলে ফারুক (৩৮) ও কক্সবাজারের রামু উপজেলার ঈদগর গ্রামের নবী হোসেনের ছেলে আবুল কাশেম (৩২)। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ওসি মাসুদ আলম বলেন, এসব ইয়াবা মাদক কারবারিরা সু-কৌশলে শরীর বিভিন্ন স্থানে লুকিয়ে কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে নিয়ে এসেছেন। পরে তাঁরা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এগুলো বিক্রি করতেন। 

তিনি আরও বলেন, গ্রেপ্তার হওয়া মাদক কারবারি আবুল কাশেমের বিরুদ্ধে সিলেট মহানগরীর চান্দগাঁও থানায়ও মাদক মামলা রয়েছে। 

ওসি মাসুদ বলেন, ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় উত্তরা পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরে আজ সকালে তাঁদেরকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির