হোম > সারা দেশ > ঢাকা

অনলাইনে গুজবের মহামারি, ঠেকাতে পারে তরুণেরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অপশক্তির বিরুদ্ধে তরুণেরা বিশেষ ভূমিকা রাখতে পারেন। তরুণেরা দেশের ভালো-মন্দ তুলে ধরবেন। একই সঙ্গে কুতথ্য, গুজব বা অপপ্রচার প্রতিরোধ করবেন বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। 

কুতথ্য, গুজব ও অপপ্রচার প্রতিরোধে আজ বুধবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেন, ‘আমরা বিদেশে বসে অনলাইনে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকি। করোনার মহামারিতে বাংলাদেশ এক সেকেন্ডও থেমে থাকেনি। এই অনলাইনে অনেকে কুতথ্য প্রচারে শামিল হয়। কিন্তু সরকারের অনেক অর্জন আছে, সেটা আমরা কতজন তুলে ধরি? অধিকাংশ ক্ষেত্রে ধর্মীয় ইস্যু দিয়ে অনেকে গুজব ছড়ান। আগের যুগেও ভুল তথ্যের কারণে গোত্রে যুদ্ধ হয়েছে। আজকেও ভুল তথ্যের কারণে মানুষ বিভ্রান্ত হচ্ছে। গুজব প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) আয়োজিত কর্মশালায় যশোর ও ময়মনসিংহে সাত মাস ধরে প্রশিক্ষিত ২০ সদস্য ছাড়াও সাংবাদিক, পেশাজীবী, শিক্ষক, আইনজীবী, উন্নয়নকর্মীরা অংশ নেন। শুরুতেই মূল বক্তব্য উপস্থাপন করেন রাষ্ট্রবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শান্তনু মজুমদার। এর পরেই মুক্ত আলোচনায় প্রশিক্ষিত টিসিএস সদস্যরা অংশ নেন। 

কর্মশালায় আলোচনায় অংশ নেন সুপ্রিম কোর্টের আইনজীবী জীবনানন্দ জয়ন্ত, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব হারুন অর রশিদ, ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক ও জন উদ্যোগের আহ্বায়ক ড. মোশতাক হোসেন, ইউএনডিপির প্রোগ্রাম অফিসার রেবেকা সুলতানা, অ্যাকশন এইডের ব্যবস্থাপক নাজমুল আহসান, এইজিং সাপোর্ট ফোরামের সভাপতি হাসান আলী, সমাজকর্মী হাফিজ আদনান রিয়াদ, অক্সফামের সোশিও ইকোনমিক স্পেশালিস্ট গিতা অধিকারী। 

কর্মশালায় আইইডির নির্বাহী পরিচালক নুমান আহমেদ খানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মাসলেম, দি এশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ কাজী ফয়সাল বিন সিরাজ প্রমুখ। 

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুশ, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ