হোম > সারা দেশ > ঢাকা

ঢামেকের মর্গে আন্দোলনের সময় নিহত বেওয়ারিশ ৬ লাশ

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন মারা যাওয়া ছয় লাশের খোঁজ পাওয়া গেছে। আজ শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে শাহবাগ থানার পুলিশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘জুলাই অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল’-এর একদল সদস্য এই লাশগুলোর সন্ধান পান। এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

ছয়টি লাশের মধ্যে রয়েছে অজ্ঞাতনামা পুরুষ (২০), অজ্ঞাতনামা পুরুষ (২৫), অজ্ঞাতনামা পুরুষ (২২), অজ্ঞাতনামা পুরুষ (৩০) ও অজ্ঞাতনামা নারী (৩২) রয়েছেন। এ ছাড়া এনামুল (২৫) নামের এক যুবক রয়েছেন।

লাশগুলোর ময়নাতদন্ত বিশ্লেষণ করে দেখা যায়, পাঁচজনের মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে ‘আঘাতজনিত মৃত্যু’ আর এনামুলের মৃত্যুর কারণ হিসেবে ‘ওপর থেকে নিচে পড়ে মৃত্যু’ লেখা হয়েছে।

শাহবাগ থানার পুলিশের পক্ষ থেকে বলা হয়, লাশগুলোর ডিএনএ সংগ্রহ করে তাদের পরিহিত আলামত সংগ্রহ করা হয়েছে। সবগুলো লাশ ঢামেকের ফরেনসিক হিমাগারে রক্ষিত আছে।

শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর আজকের পত্রিকাকে বলেন, ‘ঢামেকের মর্গে যে লাশগুলো আছে তা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের লাশ। তাদের পরিবারের খোঁজ পাওয়া যায়নি। আমরা বিভিন্ন থানায় তথ্য পাঠিয়েছি, মিডিয়াকেও জানাচ্ছি। আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও মর্গে পরিদর্শন করেছেন।’

এদিকে সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বেওয়ারিশ লাশগুলোকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই অভ্যুত্থান–বিষয়ক বিশেষ সেলের প্রধান হাসান ইনাম। পরবর্তীকালে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শাহবাগ থানার মাধ্যমে ঢামেকের মর্গ পরিদর্শন করেছি। ছয়টি বেওয়ারিশ লাশের খোঁজ পেয়েছি। কারও পরিবারের সদস্যদের মধ্যে এ রকম কেউ মিসিং থাকলে তারা যেন জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের সঙ্গে যোগাযোগ করে’।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’