হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে মধ্যরাতে বিএনপি নেতার বাড়িতে দুর্বৃত্তের গুলি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

গুলিতে জানালার কাচ ছিদ্র হয়ে যায়। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে মধ্যরাতে এক বিএনপির নেতার বাড়িতে একাধিক গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। গুলিতে জানালার গ্লাস ছিদ্র হয়ে গেছে। তবে এ ঘটনায় কেউ আহত হননি।

খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে সেখান থেকে পুলিশ গুলির খোসা উদ্ধার করেছে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামে বিএনপির নেতা মাহমুদুল হাসানের (৫০) বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে নেতাকর্মী সমর্থকেরা বাড়িতে উপস্থিত হন।

মাহমুদুল হাসান বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের মৃত তালেব হোসেনের ছেলে। তিনি বরমী বাজার উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও বরমী ইউনিয়ন বিএনপির সহসভাপতি।

বিএনপির একটি সূত্র বলছে, রাজনৈতিক দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে।

স্কুলশিক্ষকের ছেলে শিবলী বলেন, ‘এক বাড়িতেই আমরা সবাই থাকি। তার বাবা ও তিনি রাতে বাড়িতে নিজ নিজ রুমে ঘুমিয়েছিলেন। পাশের রুমে ছোট ভাই ঘুমিয়ে ছিল। হঠাৎ মধ্যরাতে রাতে বিকট আওয়াজে আমাদের ঘুম ভাঙে। এ সময় পরপর তিনটি গুলির শব্দ পাই। পরে ঘরের জানালার কাচ ছিদ্র হয়ে আছে দেখে নিশ্চিত হই গুলির বিষয়টি।’

গুলিতে জানালার কাচ ছিদ্র হয়ে যায়। ছবি: আজকের পত্রিকা

স্কুলশিক্ষকের পুত্রবধূ নুসরাত জাহান রত্না জানান, বুলেট জানালার কাচ ভেদ করে ঘরের ভেতর এসে পড়ে। একটি বুলেট কাচ ছিদ্র করে ঘরের সোফায় ঢুকে পড়ে। ঘরে ছোড়া গুলির খোসা পড়ে ছিল। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তার দাবি, বাড়ির পশ্চিম পাশ থেকে গুলি ছোড়া হয়েছিল। এতে দুটি কক্ষের জানালাতে গুলিবিদ্ধ হয়।

বিএনপির জাতীয় কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘শ্রীপুরের কোথাও কোনো সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। বিএনপি সন্ত্রাসী রাজনীতি সমর্থন করে না। কঠিন হাতে সব ধরনের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড দমন করা হবে। আশা করি, দ্রুত সময়ে পুলিশ সন্ত্রাসীদের গ্রেপ্তার করবে।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মানুষের জানমালে নিরাপত্তা নিশ্চিত করা আর অপরাধীদের ধরতে পুলিশ বদ্ধপরিকর।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন