হোম > সারা দেশ > শরীয়তপুর

শরীয়তপুর বারে বিএনপি-সমর্থিত প্যানেল জয়ী

শরীয়তপুর প্রতিনিধি

জাহাঙ্গীর আলম কাশেম, কামরুল হাসান। ছবি: সংগৃহীত

শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-সমর্থিত প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে। আজ বুধবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রধান নির্বাচন কমিশনার মো. সিরাজুল হক আকন্দ এ ঘোষণা দেন।

এতে সভাপতি হয়েছেন অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান।

সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট জালাল আহমেদ সবুজ ও অ্যাডভোকেট আমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সেলিম আহমেদ, সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক এনাম, অর্থ সম্পাদক অ্যাডভোকেট রুহুল আমিন হাওলাদার, সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট এইচ এম লোকমান হোসাইন, লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট জাকির হুসাইন ও অডিট সম্পাদক অ্যাডভোকেট জাফর ইকবাল মাসুদ নির্বাচিত হন।

সদস্য হয়েছেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন মোল্লা, অ্যাডভোকেট মাহবুবুর রহমান স্বপন, অ্যাডভোকেট জাকির হোসাইন তালুকদার, অ্যাডভোকেট জয়নাল আবেদীন ও অ্যাডভোকেট মুনিরা আক্তার।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন অ্যাডভোকেট সিরাজুল হক আকন্দ, অতিরিক্ত প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রাশিদুল হাসান মাসুম, নির্বাচন কমিশনার অ্যাডভোকেট লুৎফর রহমান ঢালী, অ্যাডভোকেট রুবায়েত আনোয়ার মনির ও অ্যাডভোকেট মনোয়ার হোসেন।

উল্লেখ্য, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল ও যাচাই-বাছাইয়ে শেষ দিন আজ। আগামীকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহার এবং ২২ ফেব্রুয়ারি ছিল ভোট গ্রহণের দিন।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন