হোম > সারা দেশ > ঢাকা

বাংলাদেশে ৬৭০টির বেশি চীনা কোম্পানি কাজ করছে: চীনা রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশে নিযুক্ত চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ইয়াং হুয়ালং বলেছেন, ৬৭০টির বেশি চীনা কোম্পানি এখন বাংলাদেশে কাজ করছে। আর অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতায় চীন বাংলাদেশের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। যেটি সব সময় কৌশলগত অংশীদারত্ব নিয়ে কাজ করছে। আজ শুক্রবার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের এক্সিবিশনে রাষ্ট্রদূত এসব কথা বলেন। 

চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে আরও বেশি সংখ্যক চীনা কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করেছে। তারা বাংলাদেশে আরও চীনা পুঁজি, প্রযুক্তি দিচ্ছে যাতে বাংলাদেশের শিল্প কাঠামোর উন্নতি এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উন্নয়ন হয়। 

তিনি বলেন, চীনারা রাস্তা ও সেতুর মতো অবকাঠামো নির্মাণ করছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য শক্ত ভিত্তি স্থাপন করছে। তারা পানি, আবর্জনা ও পয়োনিষ্কাশন ঠিক করাসহ বাংলাদেশি জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে অংশগ্রহণ করছে। 

আজ থেকে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে এই এক্সিবিশন চলবে। এই আয়োজনটি দুই দেশের মধ্যে সহযোগিতামূলক মনোভাব তুলে ধরতে এবং বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শনের মাধ্যমে ডিজিটালাইজেশনকে ত্বরান্বিত করতে একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে মনে করছেন আয়োজকেরা।

বাংলাদেশে অবস্থিত চীন দূতাবাস, বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিআই) ও চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইএবি)–এর সহযোগিতায় তিন দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করছে। এখানে চীন ও বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অবকাঠামো, টেক্সটাইল, বাণিজ্য ও বিনিয়োগভিত্তিক শীর্ষ প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনে প্রদর্শনীতে ৪০০–এর বেশি চায়নিজ ও বাংলাদেশি প্রতিনিধিরা অংশগ্রহণ করেছে।

আজ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এক্সিকিউটিভ চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মো. আনোয়ার হোসেনসহ অন্যরা।

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন