হোম > সারা দেশ > ঢাকা

বাংলাদেশে ৬৭০টির বেশি চীনা কোম্পানি কাজ করছে: চীনা রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশে নিযুক্ত চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ইয়াং হুয়ালং বলেছেন, ৬৭০টির বেশি চীনা কোম্পানি এখন বাংলাদেশে কাজ করছে। আর অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতায় চীন বাংলাদেশের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। যেটি সব সময় কৌশলগত অংশীদারত্ব নিয়ে কাজ করছে। আজ শুক্রবার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের এক্সিবিশনে রাষ্ট্রদূত এসব কথা বলেন। 

চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে আরও বেশি সংখ্যক চীনা কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করেছে। তারা বাংলাদেশে আরও চীনা পুঁজি, প্রযুক্তি দিচ্ছে যাতে বাংলাদেশের শিল্প কাঠামোর উন্নতি এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উন্নয়ন হয়। 

তিনি বলেন, চীনারা রাস্তা ও সেতুর মতো অবকাঠামো নির্মাণ করছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য শক্ত ভিত্তি স্থাপন করছে। তারা পানি, আবর্জনা ও পয়োনিষ্কাশন ঠিক করাসহ বাংলাদেশি জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে অংশগ্রহণ করছে। 

আজ থেকে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে এই এক্সিবিশন চলবে। এই আয়োজনটি দুই দেশের মধ্যে সহযোগিতামূলক মনোভাব তুলে ধরতে এবং বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শনের মাধ্যমে ডিজিটালাইজেশনকে ত্বরান্বিত করতে একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে মনে করছেন আয়োজকেরা।

বাংলাদেশে অবস্থিত চীন দূতাবাস, বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিআই) ও চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইএবি)–এর সহযোগিতায় তিন দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করছে। এখানে চীন ও বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অবকাঠামো, টেক্সটাইল, বাণিজ্য ও বিনিয়োগভিত্তিক শীর্ষ প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনে প্রদর্শনীতে ৪০০–এর বেশি চায়নিজ ও বাংলাদেশি প্রতিনিধিরা অংশগ্রহণ করেছে।

আজ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এক্সিকিউটিভ চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মো. আনোয়ার হোসেনসহ অন্যরা।

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে