হোম > সারা দেশ > ঢাকা

লকডাউনের দ্বিতীয় দিনে সড়কে যানবাহন কম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে রাজধানীর সড়কে মানুষ ও যানবাহনের চলাচল কম। দ্বিতীয় দিনেও সড়কে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। রাস্তায় মানুষের চলাচল সীমিত থাকলেও যাঁরা অপ্রয়োজনে গাড়ি নিয়ে বাইরে বের হচ্ছেন, তাঁদের মামলা দিচ্ছে পুলিশ।

শনিবার রাজধানীর রামপুরা ও মালিবাগ এলাকা ঘুরে দেখা যায়, সড়কে মানুষ এবং যানবাহন অনেক কম। রামপুরা টেলিভিশন সেন্টারের সামনে বসানো চেকপোস্টে গিয়ে দেখা যায়, সড়কে মানুষের চলাচল কম থাকলেও ব্যক্তিগত গাড়ি নিয়ে মানুষ বাইরে বের হচ্ছেন। কিন্তু যাঁরা অপ্রয়োজনে বাইরে বের হচ্ছেন এবং গাড়ির কাগজপত্র ঠিক নেই, পুলিশ তাঁদের বিরুদ্ধে মামলা দিচ্ছে। কেউ কেউ নিজস্ব গাড়িতে সরকারি স্টিকার লাগিয়ে বাইরে বের হয়েছেন। পুলিশ তাঁদের বিরুদ্ধেও মামলা দিচ্ছে। 

এ ছাড়া সড়কে আগের চেয়ে রিকশা চলাচল অনেক কমে গেছে। রিকশায় যাঁরা চলাচল করছেন পুলিশ তাঁদেরও বাইরে বের হওয়ার কারণ জিজ্ঞাসা করছে। যৌক্তিক কারণ না হলে পুলিশ রিকশা আটকে যাত্রীদের নামিয়ে দিচ্ছে। 

রামপুরা চেকপোস্টে দায়িত্বরত পুলিশের সার্জেন্ট মেহেদি হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘যাঁরা বের হচ্ছেন অধিকাংশই কোনো না কোনো জরুরি কাজে বের হচ্ছেন। কিন্তু তাঁদের অনেকের গাড়ির কাগজপত্র ঠিক নেই আবার কেউ ব্যক্তিগত গাড়িতে সরকারি স্টিকার ব্যবহার করছেন। তাই আমরা তাঁদের বিরুদ্ধে মামলা দিচ্ছি।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট