হোম > সারা দেশ > ঢাকা

খাল মুক্ত হলে, ঢাকা শহর হবে ভেনিস: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

খালগুলো দখল ও দূষণমুক্ত হলে ঢাকার শহর ইতালির ভেনিসের মতো নান্দনিক হয়ে উঠবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘আপনারা খাল ক্লিন (পরিষ্কার) করে দিলে ঢাকা শহরকে ভেনিস বানিয়ে দেব। খাল দিয়ে ভেনিসের মতো নৌকা চলবে।’

আজ শনিবার রাজধানীর মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খাল পরিদর্শনে গিয়ে ডিএনসিসির মেয়র এ কথা বলেন। 

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘সবাই খালে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলছে। সেপটিক ট্যাংকের লাইন খাল দিয়ে দিচ্ছে। ছয় মাসের সময় দিলাম। যেসব বাসায় ওয়াসার সুয়ারেজ লাইন নেই, তারা নিজেরা সুয়ারেজ ব্যবস্থাপনা করতে হবে। আজকে আমরা সতর্ক করার জন্য এসেছি। পরে জরিমানা করব।’ 

খালে কারা ময়লা ফেলছে, তা সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হবে জানিয়ে ডিএনসিসির মেয়র বলেন, ‘সবাই মিলে একটি সুন্দর নগরী গড়তে হবে। আমরা পর্যবেক্ষণ করার জন্য সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছি বিভিন্ন বাড়ির ছাদে। কেউ খালে ময়লা ফেললে জেল জরিমানা হবে। ঢাকার অন্য এলাকায়ও সিসি ক্যামেরা বসানো হবে।’ 

খালের সীমানা নির্ধারণে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে জানিয়ে মেয়র আতিক বলেন, ‘আমরা ঢাকা ওয়াসা থেকে খাল পেয়েছি, কিন্তু খালের সীমানা পাইনি। সেনাবাহিনীর সঙ্গে কথা বলেছি, তারা সীমানা নির্ধারণ করে দেবে। যাঁরা খাল দখল করেছেন, তাঁরা নিজেরা সরে যান। সীমানা নির্ধারণ ও খালের পাড় তৈরির জন্য এবারের বাজেটে ২০ কোটি টাকা বরাদ্দ করেছি। সবার প্রচেষ্টায় খাল দখলমুক্ত হলে আমরা সুন্দর নগরী গড়ে তুলব।’ 

রামচন্দ্রপুর খাল পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন এস এম শরীফ উল ইসলাম, ডিএনসিসির ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসিফ আহমেদ প্রমুখ। 

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর