হোম > সারা দেশ > ঢাকা

খাল মুক্ত হলে, ঢাকা শহর হবে ভেনিস: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

খালগুলো দখল ও দূষণমুক্ত হলে ঢাকার শহর ইতালির ভেনিসের মতো নান্দনিক হয়ে উঠবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘আপনারা খাল ক্লিন (পরিষ্কার) করে দিলে ঢাকা শহরকে ভেনিস বানিয়ে দেব। খাল দিয়ে ভেনিসের মতো নৌকা চলবে।’

আজ শনিবার রাজধানীর মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খাল পরিদর্শনে গিয়ে ডিএনসিসির মেয়র এ কথা বলেন। 

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘সবাই খালে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলছে। সেপটিক ট্যাংকের লাইন খাল দিয়ে দিচ্ছে। ছয় মাসের সময় দিলাম। যেসব বাসায় ওয়াসার সুয়ারেজ লাইন নেই, তারা নিজেরা সুয়ারেজ ব্যবস্থাপনা করতে হবে। আজকে আমরা সতর্ক করার জন্য এসেছি। পরে জরিমানা করব।’ 

খালে কারা ময়লা ফেলছে, তা সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হবে জানিয়ে ডিএনসিসির মেয়র বলেন, ‘সবাই মিলে একটি সুন্দর নগরী গড়তে হবে। আমরা পর্যবেক্ষণ করার জন্য সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছি বিভিন্ন বাড়ির ছাদে। কেউ খালে ময়লা ফেললে জেল জরিমানা হবে। ঢাকার অন্য এলাকায়ও সিসি ক্যামেরা বসানো হবে।’ 

খালের সীমানা নির্ধারণে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে জানিয়ে মেয়র আতিক বলেন, ‘আমরা ঢাকা ওয়াসা থেকে খাল পেয়েছি, কিন্তু খালের সীমানা পাইনি। সেনাবাহিনীর সঙ্গে কথা বলেছি, তারা সীমানা নির্ধারণ করে দেবে। যাঁরা খাল দখল করেছেন, তাঁরা নিজেরা সরে যান। সীমানা নির্ধারণ ও খালের পাড় তৈরির জন্য এবারের বাজেটে ২০ কোটি টাকা বরাদ্দ করেছি। সবার প্রচেষ্টায় খাল দখলমুক্ত হলে আমরা সুন্দর নগরী গড়ে তুলব।’ 

রামচন্দ্রপুর খাল পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন এস এম শরীফ উল ইসলাম, ডিএনসিসির ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসিফ আহমেদ প্রমুখ। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন