হোম > সারা দেশ > ঢাকা

গাবতলিতে চলন্ত বাস থেকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ

ঢামেক প্রতিনিধি

রাজধানীর গাবতলীতে চলন্ত বাস ফেলে এক কাউন্টার মাস্টারকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম এখলাছ উদ্দিন (৪৫)। ঢাকা-পাবনা রুটে চলাচল করা মতিন ট্রাভেলসের কাউন্টার মাস্টার ছিলেন তিনি।

জানা গেছে, আজ বুধবার বেলা ১২টার দিকে গাবতলী টার্মিনাল সংলগ্ন প্রধান সড়কে আহত অবস্থায় উদ্ধার করা হয় এখলাছ উদ্দিনকে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সোয়া ৫টার দিকে মারা যান তিনি। এখলাছের পরিবার অভিযোগ করেছে তাঁকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, আহত ওই ব্যক্তিকে বেলা সাড়ে ৩টার দিকে স্বজনেরা হাসপাতালে ভর্তি করে। বিকেল সোয়া ৫টার দিকে তাঁকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এখলাছের স্ত্রী আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁদের বাড়ি গাবতলী বাগবাড়ি চারআনি এলাকায়। দুই সন্তানকে নিয়ে সেখানেই থাকতেন। ঢাকা-পাবনা রুটে চলাচল করা মতিন ট্রাভেলসের কাউন্টার মাস্টার হিসাবে চাকরি করতেন এখলাছ।’ 

পারভিন বলেন, ‘আমরা জানতে পেরেছি, গাবতলী টার্মিনালের সামনের সড়কে পাবনাগামী অপর আরেকটি মীম-ঐশী নামের একটি বাসের মধ্যে স্টাফদের সঙ্গে তাঁর ঝগড়া হয়। পরে তাঁকে সেই বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এতে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হয়। পরে সেখানকার লোকজন তাঁকে দ্রুত আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে সেখান থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।’

মতিন ট্রাভেলসের ম্যানেজার আব্দুর রব বলেন, ‘গাবতলী টার্মিনালের সামনের সড়কে পাবনাগামী মীম-ঐশী নামের একটি বাসে যাত্রী দেওয়া নিয়ে স্টাফদের সঙ্গে চলন্ত অবস্থায় এখলাছের ঝগড়া হয়। এরপর জানতে পারি এখলাছ বাস থেকে পড়ে আহত হয়েছে। তবে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে নাকি পড়ে গিয়েছে এই বিষয়টি এখনো জানতে পারি নাই।’

দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার জানান, একটি সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়েছি। তবে বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার