হোম > সারা দেশ > ঢাকা

গাবতলিতে চলন্ত বাস থেকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ

ঢামেক প্রতিনিধি

রাজধানীর গাবতলীতে চলন্ত বাস ফেলে এক কাউন্টার মাস্টারকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম এখলাছ উদ্দিন (৪৫)। ঢাকা-পাবনা রুটে চলাচল করা মতিন ট্রাভেলসের কাউন্টার মাস্টার ছিলেন তিনি।

জানা গেছে, আজ বুধবার বেলা ১২টার দিকে গাবতলী টার্মিনাল সংলগ্ন প্রধান সড়কে আহত অবস্থায় উদ্ধার করা হয় এখলাছ উদ্দিনকে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সোয়া ৫টার দিকে মারা যান তিনি। এখলাছের পরিবার অভিযোগ করেছে তাঁকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, আহত ওই ব্যক্তিকে বেলা সাড়ে ৩টার দিকে স্বজনেরা হাসপাতালে ভর্তি করে। বিকেল সোয়া ৫টার দিকে তাঁকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এখলাছের স্ত্রী আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁদের বাড়ি গাবতলী বাগবাড়ি চারআনি এলাকায়। দুই সন্তানকে নিয়ে সেখানেই থাকতেন। ঢাকা-পাবনা রুটে চলাচল করা মতিন ট্রাভেলসের কাউন্টার মাস্টার হিসাবে চাকরি করতেন এখলাছ।’ 

পারভিন বলেন, ‘আমরা জানতে পেরেছি, গাবতলী টার্মিনালের সামনের সড়কে পাবনাগামী অপর আরেকটি মীম-ঐশী নামের একটি বাসের মধ্যে স্টাফদের সঙ্গে তাঁর ঝগড়া হয়। পরে তাঁকে সেই বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এতে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হয়। পরে সেখানকার লোকজন তাঁকে দ্রুত আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে সেখান থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।’

মতিন ট্রাভেলসের ম্যানেজার আব্দুর রব বলেন, ‘গাবতলী টার্মিনালের সামনের সড়কে পাবনাগামী মীম-ঐশী নামের একটি বাসে যাত্রী দেওয়া নিয়ে স্টাফদের সঙ্গে চলন্ত অবস্থায় এখলাছের ঝগড়া হয়। এরপর জানতে পারি এখলাছ বাস থেকে পড়ে আহত হয়েছে। তবে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে নাকি পড়ে গিয়েছে এই বিষয়টি এখনো জানতে পারি নাই।’

দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার জানান, একটি সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়েছি। তবে বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে