হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর ধানমন্ডিতে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩

ঢামেক প্রতিবেদক

রাজধানীর ধানমন্ডির শুক্রাবাদে একটি বাসায় গ্যাসলাইন লিকেজ থেকে আগুন ধরে বিস্ফোরণের ফলে এক শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছে। তাদের আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

আজ শনিবার রাত সাড়ে ৩টার দিকে শুক্রাবাদ ২৭ নম্বর রোডের বাজার মসজিদের পাশের গলির একটি বাসায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন—কারওয়ান বাজার মৎস্য আড়তের শ্রমিক টোটন (৩৫), তাঁর স্ত্রী নিপা আক্তার (২৪) এবং তাঁদের সাড়ে তিন বছরের শারীরিক প্রতিবন্ধী ছেলে বায়েজিদ। 

নিপার মা রেহানা বেগম জানান, চলতি মাসের ১ তারিখেই শুক্রাবাদ বাজার মসজিদের পাশে একটি বাড়ির নিচতলায় ভাড়ায় উঠেছিলেন টোটন-নিপা দম্পতি। টোটন কারওয়ান বাজারে মাছের আড়তে কাজ করেন। আর নিপা অন্যের বাসাবাড়িতে কাজ করেন। তিন সন্তানের জনক-জননী তাঁরা। তবে বড় দুই ছেলেমেয়ে গ্রামে দাদা-দাদির কাছে থাকে। ছোট ছেলে শারীরিক প্রতিবন্ধী বায়েজিদ বাবা-মায়ের সঙ্গে ওই বাসায় থাকে। 

রেহানা বেগম জানান, ভোর ৫টার দিকে নিপা নিজেই ফোন দিয়ে তাঁকে জানায়, তাদের বাসায় আগুন লেগেছে। তাঁদের শরীরও পুড়ে গেছে। তাঁদের দ্রুত বাঁচানোর আকুতি জানান নিপা। এর বেশি আর কিছু বলতে পারেননি তখন। পরে ওই বাড়িওয়ালা এবং প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান। তিনি আরও জানান, বাসায় গ্যাসলাইনের লিকেজ থেকে এই আগুন লাগতে পারে বলে তাঁদের ধারণা। 

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, নিপার শরীরের ৫০ শতাংশ, টোটনের ৩২ ও বায়েজিদের ৪৫ শতাংশ পুড়ে গেছে। তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ