হোম > সারা দেশ > টাঙ্গাইল

বাড়ি-ঘর ভেঙে দিয়ে খেলার মাঠ দখল

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে বহেড়াতৈল গণ উচ্চবিদ্যালয়ের সামনের খেলার মাঠটি পুনরায় দখলে নিয়েছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠের চারদিকে কাঁটাতারের বেড়া, স্থাপনা ও গাছের চারা উচ্ছেদ করে মাঠটি দখলে নেয়। এ সময় উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছে বলে থানায় পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে। 

সোমবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, মাঠে শতাধিক ছাত্র-ছাত্রী ফুটবল নিয়ে খেলা করছে। কেউ কেউ মাঠ থেকে উচ্ছেদ করা ঘরের মাটি পরিষ্কার করছেন। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৮৫ সাল থেকে উপজেলার বহেড়াতৈল গণ উচ্চবিদ্যালয় সংলগ্ন খেলার মাঠ ও বন বিভাগের বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের ৩৬৮ শতাংশ জমি নিয়ে আদালতে মামলা চলছিল। স্থানীয় নূরুল ইসলাম ওই জমি নিজের দাবি করে আদালতে মামলা করেন। সম্প্রতি ওই মামলায় হাইকোর্ট নূরুল ইসলামের পক্ষে রায় দেন। গত ২৪ জুলাই আদালত বিদ্যালয়ের মাঠ ও বন বিভাগের বহেড়াতৈল বিট কার্যালয় উচ্ছেদ করে নূরুল ইসলামকে জমি বুঝিয়ে দেন। কিন্তু খেলার মাঠ হাতছাড়া হওয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিপাকে পড়ে। তারা মাঠ ফিরে পেতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচিও পালন করে। 

স্থানীয় আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম নবু বলেন, সোমবার সকালে শিক্ষার্থীরা মাঠ উদ্ধারের দাবিতে মানববন্ধন করতে চাইলে নুরুল ইসলামের লোকজন হামলা চালায়। এতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও শিক্ষার্থীসহ চারজন আহত হয়েছেন। 

জমির মালিক নুরুল ইসলাম বলেন, ‘মাঠের জমি নিয়ে বেশ কয়েকবার বৈঠক হয়েছে। তাঁরা ৮৭ শতাংশ চায়; আমি ৬০ শতাংশ দিতে চেয়েছি। কিন্তু সোমবার স্থানীয় কয়েকজন লোক শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে মাঠে নির্মাণ করা আমার দুটি বাড়ি ভেঙে সব মালামাল ট্রাক দিয়ে লুট করে নিয়ে গেছে। এ সময় ওই বাড়িতে বসবাস করা ১২ জন লোক আহত হয়েছেন।’ 

এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, ‘দুপক্ষই থানায় অভিযোগ দিয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন