হোম > সারা দেশ > ঢাকা

রেলস্টেশনে যাত্রীদের ভিড়, ট্রেনের ছাদে উঠলেই লাঠিপেটা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ট্রেনের বগির ভেতরে জায়গা না পেয়ে হুড়মুড়িয়ে ছাদে উঠে পড়ছেন যাত্রীরা। আর তাঁদের সেখান থেকে নামাতে লাঠিপেটা করছে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনের চিত্র এটি।

যেসব যাত্রী গত ৩ জুলাই অগ্রীম ঈদযাত্রার টিকিট কেটেছেন, আজ তাঁরা যাত্রা করছেন। যাঁরা টিকেট পাননি তাঁরাও পরিবারের সঙ্গে ঈদ কাটাতে মরিয়া হয়ে কোনোভাবে নিজের গন্তব্যের ট্রেনে একটু জায়গা করে নিতে চাইছেন। এদিন সকাল থেকেই স্টেশনে ছিল যাত্রীদের ভিড়।

রেল কর্তৃপক্ষ ও যাত্রী—দুই পক্ষই এই ভিড়কে স্বাভাবিক বলে মনে করছে। তিতাস এক্সপ্রেসের যাত্রী লাবনী আক্তার বলেন, ‘এই সময়ে এটুকু ভিড় তো থাকবেই। এটা অস্বাভাবিক কিছু নয়।’

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে বেশির ভাগ ট্রেনই নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। তবে কয়েকটি ট্রেন ২৫ থেকে ৩০ মিনিট দেরিতে ছেড়েছে। এই বিলম্বকেও স্বাভাবিক বলছেন যাত্রীরা।

মোকসেদুল আমীন নামের এক যাত্রী বলেন, ‘১৫ থেকে ২০ মিনিট দেরি তো কিছুই না। বাস, লঞ্চ সবকিছুতেই এই দেরি হয়। এমনকি প্লেনেও ২৫-৩০ মিনিট দেরি হয়। সেখানে ট্রেন তো কিছুই না।’

রেল কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের ওঠানামা ও রুটিন চেকের কারণে ট্রেন ছাড়তে কিছুটা বিলম্ব হচ্ছে। এটা বড় রকমের বিলম্ব নয়।

আজ সকাল থেকেই ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ ১১ জুলাইয়ের টিকেট দেওয়া হচ্ছে।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক