হোম > সারা দেশ > ঢাকা

রেলস্টেশনে যাত্রীদের ভিড়, ট্রেনের ছাদে উঠলেই লাঠিপেটা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ট্রেনের বগির ভেতরে জায়গা না পেয়ে হুড়মুড়িয়ে ছাদে উঠে পড়ছেন যাত্রীরা। আর তাঁদের সেখান থেকে নামাতে লাঠিপেটা করছে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনের চিত্র এটি।

যেসব যাত্রী গত ৩ জুলাই অগ্রীম ঈদযাত্রার টিকিট কেটেছেন, আজ তাঁরা যাত্রা করছেন। যাঁরা টিকেট পাননি তাঁরাও পরিবারের সঙ্গে ঈদ কাটাতে মরিয়া হয়ে কোনোভাবে নিজের গন্তব্যের ট্রেনে একটু জায়গা করে নিতে চাইছেন। এদিন সকাল থেকেই স্টেশনে ছিল যাত্রীদের ভিড়।

রেল কর্তৃপক্ষ ও যাত্রী—দুই পক্ষই এই ভিড়কে স্বাভাবিক বলে মনে করছে। তিতাস এক্সপ্রেসের যাত্রী লাবনী আক্তার বলেন, ‘এই সময়ে এটুকু ভিড় তো থাকবেই। এটা অস্বাভাবিক কিছু নয়।’

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে বেশির ভাগ ট্রেনই নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। তবে কয়েকটি ট্রেন ২৫ থেকে ৩০ মিনিট দেরিতে ছেড়েছে। এই বিলম্বকেও স্বাভাবিক বলছেন যাত্রীরা।

মোকসেদুল আমীন নামের এক যাত্রী বলেন, ‘১৫ থেকে ২০ মিনিট দেরি তো কিছুই না। বাস, লঞ্চ সবকিছুতেই এই দেরি হয়। এমনকি প্লেনেও ২৫-৩০ মিনিট দেরি হয়। সেখানে ট্রেন তো কিছুই না।’

রেল কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের ওঠানামা ও রুটিন চেকের কারণে ট্রেন ছাড়তে কিছুটা বিলম্ব হচ্ছে। এটা বড় রকমের বিলম্ব নয়।

আজ সকাল থেকেই ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ ১১ জুলাইয়ের টিকেট দেওয়া হচ্ছে।

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার