হোম > সারা দেশ > ঢাকা

রেলস্টেশনে যাত্রীদের ভিড়, ট্রেনের ছাদে উঠলেই লাঠিপেটা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ট্রেনের বগির ভেতরে জায়গা না পেয়ে হুড়মুড়িয়ে ছাদে উঠে পড়ছেন যাত্রীরা। আর তাঁদের সেখান থেকে নামাতে লাঠিপেটা করছে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনের চিত্র এটি।

যেসব যাত্রী গত ৩ জুলাই অগ্রীম ঈদযাত্রার টিকিট কেটেছেন, আজ তাঁরা যাত্রা করছেন। যাঁরা টিকেট পাননি তাঁরাও পরিবারের সঙ্গে ঈদ কাটাতে মরিয়া হয়ে কোনোভাবে নিজের গন্তব্যের ট্রেনে একটু জায়গা করে নিতে চাইছেন। এদিন সকাল থেকেই স্টেশনে ছিল যাত্রীদের ভিড়।

রেল কর্তৃপক্ষ ও যাত্রী—দুই পক্ষই এই ভিড়কে স্বাভাবিক বলে মনে করছে। তিতাস এক্সপ্রেসের যাত্রী লাবনী আক্তার বলেন, ‘এই সময়ে এটুকু ভিড় তো থাকবেই। এটা অস্বাভাবিক কিছু নয়।’

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে বেশির ভাগ ট্রেনই নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। তবে কয়েকটি ট্রেন ২৫ থেকে ৩০ মিনিট দেরিতে ছেড়েছে। এই বিলম্বকেও স্বাভাবিক বলছেন যাত্রীরা।

মোকসেদুল আমীন নামের এক যাত্রী বলেন, ‘১৫ থেকে ২০ মিনিট দেরি তো কিছুই না। বাস, লঞ্চ সবকিছুতেই এই দেরি হয়। এমনকি প্লেনেও ২৫-৩০ মিনিট দেরি হয়। সেখানে ট্রেন তো কিছুই না।’

রেল কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের ওঠানামা ও রুটিন চেকের কারণে ট্রেন ছাড়তে কিছুটা বিলম্ব হচ্ছে। এটা বড় রকমের বিলম্ব নয়।

আজ সকাল থেকেই ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ ১১ জুলাইয়ের টিকেট দেওয়া হচ্ছে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু