হোম > সারা দেশ > ঢাকা

বাড্ডায় কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বাড্ডার ময়নারবাগ এলাকায় সালমান খান নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

আজ শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। তবে কারা কি কারণে ওই কিশোরকে পিটিয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি স্বজনেরা। 

পুলিশ বলছে, ঘটনাটি খোঁজখবর নেওয়া হচ্ছে। সালমান বাড্ডার স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে রাখা হয়েছে। 

সালমান খানের বড় ভাই মেহেদী হাসান বলেন, ‘তারা বাড্ডার ময়নারবাগ এলাকার একটি বাসায় ভাড়া থাকেন। তার ছোট ভাই আজ বেলা সাড়ে তিনটার দিকে বাসা থেকে বের হয়। পরে বাসার কাছে অজ্ঞাত ব্যক্তিরা সালমানকে পিটিয়ে গুরুতর আহত করে। পরবর্তীতে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়, সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সালমান।’ 

এ বিষয়ে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসীন গাজী বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু