নাশকতার বিভিন্ন মামলায় ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার ১৬৩ জনকে কারাগারে পাঠানো হয়েছে। ৫ জনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত ১৬৩ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন ও আদাবর থানার এক মামলায় ৫ জনকে দুই দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে যাওয়া আসামিদের মধ্যে বিএনপি-জামায়াতের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা–কর্মী ছাড়াও সন্দেহভাজন ব্যক্তিরা রয়েছেন। আদালতের সংশ্লিষ্ট থানাগুলোর সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য জানা যায়।
ঢাকা মহানগর এলাকার বিভিন্ন থানায় পুরোনো ও নতুন বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১৬৮ জনকে আদালতে হাজির করে পুলিশ। ১৬৩ জনকে কারাগারে আটক রাখার আবেদন করেন সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা। আদাবর থানার এক মামলায় পাঁচজনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
আদালত সূত্রে জানা যায়, পুরোনো বিভিন্ন মামলায় রাজধানীর পল্লবী থানায় গ্রেপ্তার ৬, কাফরুল ৬, পল্টন ৩, মতিঝিল ২, শাজাহানপুর ২, মিরপুর ১, শাহ আলী ৪, রমনা ১০, বনানী ৫, বাড্ডা ৪, ভাটারা ১, গেন্ডারিয়া ১৭, সূত্রাপুর ১১, কোতোয়ালি ৭, বংশাল ৭, কামরাঙ্গীরচর ৫, লালবাগ ৪, চকবাজার ৫, কদমতলী ২১, শ্যামপুর ৫, উত্তরা পশ্চিম ১, ধানমন্ডি ৩, ডেমরা ১৬, যাত্রাবাড়ী ১০, খিলগাঁও ৫ ও মুগদা থানায় ২ জনসহ মোট ১৬৩ জনকে শুনানি শেষে ভিন্ন ভিন্ন আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।