হোম > সারা দেশ > ঢাকা

সীমান্তে কড়াকড়ির মধ্যেও সদ্য উৎপাদিত ফেনসিডিল বাংলাদেশে

আজকের পত্রিকা ডেস্ক­

সেপ্টেম্বর মাসে উৎপাদিত ফেনসিডিল। ছবি: আজকের পত্রিকা

বহুল আলোচিত ভারতীয় ফেনসিডিল পাচার আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। এক মাস আগে উৎপাদিত এই ফেনসিডিল বাংলাদেশে প্রবেশ করছে, যদিও সাম্প্রতিক সময়ে ভারত থেকে ভিসা বন্ধ থাকায় সীমান্তে কড়াকড়ি চলছে। এ অবস্থায় রাজশাহীতে বিভিন্ন বসতঘর থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধারের ঘটনা নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।

আজ রোববার রাজশাহী মহানগর পুলিশের দামকুড়া থানা এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী গোয়েন্দা বিভাগ। অভিযানে একটি বসতঘর থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। ঘটনাস্থল থেকে লিপি বেগম নামের এক নারীকেও গ্রেপ্তার করে। এক দিন আগে সেখান থেকে আরও প্রায় অর্ধ শতাধিক ফেনসিডিল উদ্ধার করে এই গোয়েন্দা বিভাগ।

রাজশাহী গোয়েন্দা বিভাগের উপপরিচালক জিললুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সীমান্ত এলাকায় ভারতে বেশ কয়েকটি ফেনসিডিল কারখানা রয়েছে। তারা সেখানে উৎপাদন করে আর দুই দেশের মাদক কারবারি তা পাচার করে। আমরা সার্বক্ষণিক বিষয়টির ওপর নজরদারি করে থাকি।’

এই কর্মকর্তা আরও বলেন, ‘সাতক্ষীরা, রাজশাহী, দিনাজপুর, কুড়িগ্রাম ও কুমিল্লা বিবাড়ীয়া সীমান্ত দিয়েই ফেনসিডিল আসে। তরুণ প্রজন্মের অনেকেই এতে আসক্ত। ডোপ টেস্ট চালুর মাধ্যমে এটিকে নিয়ন্ত্রিত উপায়ে কমিয়ে আনা যায়।’

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, উদ্ধার হওয়া ফেনসিডিলের বোতলগুলো ভারতীয় এবং এগুলো এক মাস আগেই উৎপাদিত। সাধারণত সীমান্তবর্তী এলাকা দিয়ে এই ফেনসিডিল বাংলাদেশে প্রবেশ করে। যদিও ভিসা বন্ধ থাকায় সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে, তারপরও মাদক কারবারিরা নতুন নতুন পথ বেছে নিচ্ছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল বলে ধারণা করা হচ্ছে। তাঁর কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পাচারচক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করার চেষ্টা চলছে।

বিশেষজ্ঞদের মতে, সীমান্তে কড়াকড়ির মধ্যে এভাবে ফেনসিডিল আসা পাচারকারীদের শক্তিশালী নেটওয়ার্কের ইঙ্গিত দেয়। আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট দপ্তরের সমন্বিত প্রচেষ্টা না হলে মাদকের প্রবাহ বন্ধ করা কঠিন হবে।

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন