হোম > সারা দেশ > মানিকগঞ্জ

অসুস্থ ছেলের জন্য ডাব পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে বাবার মৃত্যু

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরে অসুস্থ ছেলের জন্য ডাব পাড়তে গিয়ে নারিকেল গাছ থেকে পড়ে আহসান হাবিব সোহাগ (৩৩) নামে এক ব্যক্তি মারা গেছেন। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার আন্ধারমানিক গ্রামে এ ঘটনা ঘটে। 

সোহাগ আন্ধারমানিক গ্রামের আমজাদ মোল্লার ছেলে। 

স্থানীয়রা জানান, কয়েক বছর আগে সোহাগের বড় ভাই এবং এর কিছুদিন পর তাঁর বড় বোন মারা যান। দুই বছর আগে মারা তাঁর যান মা। স্ত্রী, পাঁচ বছর বয়সী এক ছেলে, ৮ মাস বয়সী মেয়ে এবং অসুস্থ বৃদ্ধ বাবাকে নিয়ে তাঁর সংসার। ছেলে ব্রেইনের সমস্য নিয়ে ঢাকার একটি হাসপাতালে দীর্ঘদিন ভর্তি ছিল। সম্প্রতি বাড়িতে নিয়ে আসেন। দীর্ঘদিন গার্মেন্টস স্টক লোডের ব্যবসা করার পর সম্প্রতি ইউরোপের একটি দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। 

শনিবার অসুস্থ ছেলের জন্য ডাব পাড়তে নারিকেল গাছে ওঠেন তিনি। সেখান থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী কাজলী বেগম বলেন, ‘অসুস্থ ছেলের জন্য ডাব পাড়তে গাছে ওঠে সোহাগ। নারকেল গাছ থেকে পড়তে দেখেছি। গাছ থেকে প্রথমে একচালা ঘরের উপর চিত হয়ে পড়ে যায়।’

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য বলেন, নারিকেল পাড়তে গিয়ে এক যুবকের মৃত্যু খবর পেয়েছি।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট