হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর খিলগাঁওয়ে ৭ তলা ভবনের ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীর খিলগাঁওয়ে একটি বাসার সাত তলা থেকে নিচে পড়ে নাইমুন নাহার মিতু (২০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে সিপাহিবাগ বাজার এলাকার বাসায় এ ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

হাসপাতালে মৃতের শ্বশুর আব্দুল জলিল বলেন, ‘মিতুর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার নিশ্চিন্তপুর গ্রামে। বাবার নাম এবাদুর ইসলাম খোকন। বর্তমানে খিলগাঁও থানার সিপাহিবাগ বাজার এলাকার বাসায় ভাড়া থাকি। এক বছর আগে আমার ছেলে সাজেদুল ইসলাম প্রেম করে মিতুকে বিয়ে করে।’

তিনি আরও বলেন, ‘দুপুরে আমার স্ত্রী মিতুকে ভাত খেতে বলে। তখন মিতু বাসার ছাদে কাপড় শুকাতে যাওয়ার কথা বলে। সেখানে অসাবধানতাবশত নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে সে মারা যায়। ওই বাসার ছাদে রেলিং ছিল না।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খিলগাঁও থেকে ওই গৃহবধূকে স্বজনেরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনেরা জানিয়েছেন, বাসার ছাদ থেকে পরে গিয়েছিল। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

২৪ ব্যবসায়ীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন