হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে আদিবাসী নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: রাজধানীর আগারগাঁওয়ের সংসদ সচিবালয় কোয়ার্টার থেকে আদিবাসী এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া নারীর নাম নুসরাত জাহান (২৮)।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, স্বামী মামুন মিল্লাতের প্ররোচনায় নুসরাত আত্মহত্যা করেছেন। ঘটনার পর থেকে নুসরাতের স্বামী মামুন মিল্লাত পলাতক রয়েছেন।

শেরেবাংলা নগর থানার পুলিশ সূত্র বলছে, শনিবার বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে সংসদ সচিবালয়ের ওই কোয়ার্টারে যান তাঁরা। সেখানে বাসার দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় নুসরাতের মরদেহ উদ্ধার করা হয়। বিকেলে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. শহিদুল্লাহ বলেন, মামুন মিল্লাত নিজেকে ৩৮ তম বিসিএসে নিয়োগ পাওয়া পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে ২০১৯ সালে নুসরাতকে বিয়ে করেছিলেন। কিন্তু নুসরাত বিয়ের পর জানতে পারেন মামুন পুলিশ কর্মকর্তা নন। এ নিয়ে তাঁদের মধ্যে কলহ শুরু হয়। প্রায় প্রতিদিনই তাঁদের মধ্যে ঝগড়াঝাঁটি হতো। শনিবার কলহের একপর্যায়ে নুসরাত আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্বামী মামুন মিল্লাতের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন নুসরাতের পরিবার।

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ দ্বিতীয় দিনে, তীব্র যানজটে ভোগান্তি

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি