হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে আদিবাসী নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: রাজধানীর আগারগাঁওয়ের সংসদ সচিবালয় কোয়ার্টার থেকে আদিবাসী এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া নারীর নাম নুসরাত জাহান (২৮)।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, স্বামী মামুন মিল্লাতের প্ররোচনায় নুসরাত আত্মহত্যা করেছেন। ঘটনার পর থেকে নুসরাতের স্বামী মামুন মিল্লাত পলাতক রয়েছেন।

শেরেবাংলা নগর থানার পুলিশ সূত্র বলছে, শনিবার বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে সংসদ সচিবালয়ের ওই কোয়ার্টারে যান তাঁরা। সেখানে বাসার দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় নুসরাতের মরদেহ উদ্ধার করা হয়। বিকেলে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. শহিদুল্লাহ বলেন, মামুন মিল্লাত নিজেকে ৩৮ তম বিসিএসে নিয়োগ পাওয়া পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে ২০১৯ সালে নুসরাতকে বিয়ে করেছিলেন। কিন্তু নুসরাত বিয়ের পর জানতে পারেন মামুন পুলিশ কর্মকর্তা নন। এ নিয়ে তাঁদের মধ্যে কলহ শুরু হয়। প্রায় প্রতিদিনই তাঁদের মধ্যে ঝগড়াঝাঁটি হতো। শনিবার কলহের একপর্যায়ে নুসরাত আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্বামী মামুন মিল্লাতের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন নুসরাতের পরিবার।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু