অদলীয় যুব সংগঠন যুব বাঙালির সভাপতি রায়হান তানভীর ও সাধারণ সম্পাদক ইউসুফ সরকার রুজেল নির্বাচিত হয়েছেন।
আজ শুক্রবার রাজধানীর পরীবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে ‘নতুন সাংগঠনিক কাঠামোর অভিষেক ও ইফতার’ শীর্ষক অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করা হয়।
২০২৪-২৬ সালের জন্য দুই বছর মেয়াদি এই কমিটির সহসভাপতি বাঁধন শাহ্, সহসাধারণ সম্পাদক ওয়ালিদ হাসান ভুবন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ স্বাধীন, স সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী পারভেজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুনতাসিন আল সিয়াম, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম হৃদয়, কার্যনির্বাহী সদস্য সাগর খালাসী, তাপস ঠাকুর ও অভি খান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা শরীফ মোহাম্মদ খান, শিকদার মো. নিজাম ও মোশারেফ হোসেন মন্টু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য অপু, তানসেন ও আমান। অনুষ্ঠানে সংগঠনটির খসড়া ঘোষণাপত্র ও গঠনতন্ত্র প্রকাশ করা হয়।