পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করছে শিবচর হাইওয়ে পুলিশ। মহাসড়কের একাধিক স্থানে অবস্থান নিয়ে আজ বুধবার দুপুর পর্যন্ত গতিসীমা লঙ্ঘন করায় ৩০টি যানবাহনকে মামলা দিয়েছে তাঁরা।
গত দুদিন ও আজ দুপুর পর্যন্ত ৩৭৮টি পরিবহনকে মামলা ও ৯ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা হয়েছে। গতিসীমা লঙ্ঘন করলে ২৫০০ টাকা জরিমানা করা হয় বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
গত ১৯ মার্চ এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকায় ইমাদ পরিবহনের একটি বাস ভয়াবহ দুর্ঘটনার শিকার হলে ১৯ জনের মৃত্যু হয়। এরপর থেকে গতিসীমা নিয়ন্ত্রণে তৎপর হয় হাইওয়ে পুলিশ।
এ বিষয়ে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক আজকের পত্রিকাকে বলেন, ‘গতিসীমা লঙ্ঘন করায় গত তিন দিনে ৩৭৮টি মামলা হয়েছে। আমাদের একাধিক টিম মহাসড়কে দায়িত্ব পালন করছে।’