হোম > সারা দেশ > ঢাকা

ম্যাটস ও ডিএমএফ পাস করাদের দাবির বিরুদ্ধে মেডিকেল শিক্ষার্থীদের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মেডিকেল শিক্ষার্থীদের সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

স্বাস্থ্য সুরক্ষা আইনসহ পাঁচ দফা দাবিতে রাজধানীতে গণসমাবেশ করেছেন বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আজ শনিবার (১ মার্চ) কেন্দ্রীয় শহীদ মিনারে দুপুরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। যেখানে তাঁরা ম্যাটস (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) ও ডিএমএফ (ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি) পাস করাদের ‘ডাক্তার’ পদবি ব্যবহারের বিরোধিতা করেন।

সমাবেশে শিক্ষার্থীদের জানান, ম্যাটস ও ডিএমএফ পাস করা ব্যক্তিরা কখনো নামের আগে ডাক্তার ব্যবহার করতে পারেন না। তাঁরা চিকিৎসকের সহায়ক হিসেবে অতীতে কাজ করে এসেছেন। কয়েকটা ওষুধের নাম মুখস্থ করে চিকিৎসক বনে গেছেন তাঁরা। তাঁদের ভুল প্রেসক্রিপশনে ঘটছে মৃত্যুর ঘটনা, যার দায় যাচ্ছে সমগ্র চিকিৎসকের ওপর। তাঁরা জানান, এমবিবিএস ও বিডিএস পাস না করে কেউ নামের আগে ডাক্তার ব্যবহার করতে পারবেন না।

সারা দেশে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ এনে চিকিৎসকের ওপর হামলা বন্ধের দাবি জানিয়ে তাঁরা বলেন, যেখানে ভুল চিকিৎসার প্রমাণ মিললে চিকিৎসকের সনদ বাতিল ও ফৌজদারি অপরাধে জেল জরিমানা হয়, সেখানে অপরাধ প্রমাণের আগেই চিকিৎসকের ওপর হামলা কোনোভাবে কাম্য নয়।

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মেডিকেল শিক্ষার্থীদের সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

দেশে যেখানে চিকিৎসক সংকট, সেখানে ডাক্তারি পাস করে বেকার থাকার সুযোগ নেই বলেও জানান শিক্ষার্থীরা। এসব দাবি বাস্তবায়নে স্বাস্থ্য উপদেষ্টাকে আলটিমেটাম দেন তাঁরা। বলেন, দীর্ঘদিন ধরে আন্দোলন করলেও প্রশাসনের টনক নড়ছে না। অবিলম্বে পাঁচ দফা দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

এদিকে গত মাসের প্রথম সপ্তাহে দশম গ্রেডে শূন্য পদে নিয়োগ, সরকারি-বেসরকারি পর্যায়ে নতুন পদ তৈরিসহ চার দফার দাবিতে ঢাকায় বিক্ষোভ করেন ম্যাটস শিক্ষার্থীরা। সরকারের আশ্বাসে তাঁদের বিক্ষোভ কর্মসূচি আপাতত স্থগিত রয়েছে।

মাদারীপুর জেলা: ৯১ ইটভাটার সব কটিই অবৈধ

মাহদীর মুক্তির দাবিতে বৈছাআ নেতা-কর্মীদের শাহবাগ অবরোধ

হাদি হত্যা মামলার চার্জশিট না দেওয়া পর্যন্ত ‘মার্চ ফর ইনসাফ’ করবে ইনকিলাব মঞ্চ

ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ, থানায় লাশ রেখে ৪ লাখে রফাদফা

ভেনেজুয়েলা তেলশিল্পকে রাষ্ট্রীয়করণ করায় যুক্তরাষ্ট্রের হামলা: উদীচী

বুয়েটের নকশা করা ব্যাটারি রিকশা ঢাকার যে দুটি এলাকায় চলাচলের অনুমতি পেল

মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তাসনিম জারা

হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিও বার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে: ডিএমপি কমিশনার

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!