হোম > সারা দেশ > নরসিংদী

এক রাতে শেয়ালের কামড়ে আহত ২২

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে একদিনে ২২ ব্যক্তিকে শেয়ালে কামড়েছে বলে জানা গেছে। তাঁদের মধ্যে ঘরে ঢুকে এক যুবককে এবং অজু করা অবস্থায় এক নারীকে কামড় দেওয়ার খবর পাওয়া গেছে। 

মনোহরদীর একদুয়ারিয়া ইউনিয়নের বগাদী, খিলুয়া, বাসুলিকান্দী, সৈয়দপুর, রসুলপুর ও চঙ্গভান্ডা গ্রামে গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টার মধ্যে এসব ঘটনা ঘটে। এর মধ্যে নয়জনকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আর বাকিরা নিজ নিজ উদ্যোগে স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন। 

আক্রান্ত রসুলপুর গ্রামের সাজু মিয়ার ছেলে মিন্টু জানান, রাত সাড়ে ৯টার দিকে ঘরে ঢুকে তাঁর পায়ে শেয়াল কামড়ে দিয়েছে। তাঁর এক প্রতিবেশী জইনুদ্দীনের স্ত্রী মনোয়ারাকে অজুরত অবস্থায় পেছন থেকে নিতম্বে কামড় দিয়েছে শেয়াল। তিনিসহ তাঁর গ্রামের কমপক্ষে ১১ জন নারী-পুরুষ শুক্রবার রাতে শেয়ালের কামড়ে আহত হয়েছেন। 

চঙ্গভাঙ্গা গ্রামের স্কুলশিক্ষক শাহীন জানান, তিনিসহ তাঁর গ্রামের পাঁচজনকে শেয়াল কামড়েছে। এ ছাড়া খিলুয়া, বাসুলিকান্দী, সৈয়দপুর গ্রামে আরও ৫ থেকে ৬ জন শেয়ালের কামড়ে আহত হয় বলে এলাকাবাসী জানিয়েছেন। 

রসুলপুর এলাকার ইউপি মেম্বার সোহেল টেলিফোনে তাঁর এলাকার ঘটনা নিশ্চিত করেছেন। 

একদুয়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুজ্জামান মিটুল এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমার এলাকায় একাধিক ব্যক্তিকে শেয়াল কামড়েছে। তাঁরা সবাই চিকিৎসা নেওয়ার পর এখন সুস্থ আছেন।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন