হোম > সারা দেশ > ঢাকা

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের গ্রেপ্তার দাবিতে মঙ্গলবার সারা দেশে আইনজীবীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

দেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের গ্রেপ্তার দাবিতে আগামী ২৯ এপ্রিল সারা দেশের সব জেলা বারে বিক্ষোভ সমাবেশ কর্মসূচির ঘোষণা করা হয়েছে। আজ রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে এক সংবাদ সম্মেলনে আইনজীবী ফোরামের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সেই সঙ্গে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন ও মানবাধিকার রক্ষায় অবিলম্বে উচ্চ আদালত ও নিম্ন আদালতে ফ্যাসিবাদের দোসর ও চিহ্নিত দুর্নীতিবাজ ও দলবাজ বিচারকদের অপসারণ দাবি করা হয়।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদীন বলেন, বিচার বিভাগের প্রত্যক্ষ সহযোগিতায় পলাতক শেখ হাসিনা দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল। বিচার বিভাগ তাদের ওপর অর্পিত সাংবিধানিক দায়িত্ব পালন করলে গণতন্ত্র ধ্বংস হতে পারত না। বাংলাদেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। অজ্ঞাত কারণে অদ্যাবধি তাঁকে গ্রেপ্তার বা বিচারের মুখোমুখি করা হয়নি। অথচ তাঁর বিচার বাংলাদেশের জনগণের গণদাবি। এ ক্ষেত্রে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো উদ্যোগই এখন পর্যন্ত নেয়নি।

জয়নুল আবেদীন বলেন, বিগত ফ্যাসিবাদী হাসিনা সরকার তার অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য নগ্নভাবে আদালতকে ব্যবহার করেছিল। উচ্চ আদালত ও অধস্তন আদালতের বিচারকদের নির্লিপ্ততা ও প্রত্যক্ষ সহযোগিতার কারণে র‍্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো গুম, খুন ও নির্যাতন করার উৎসাহ পায়। ফ্যাসিবাদী বিচারকেরা এই দায় এড়াতে পারেন না।

এ সময় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, বারের সাবেক সম্পাদক বদরুদ্দোজা বাদল, রুহুল কুদ্দস কাজল, আবদুল্লাহ আল মামুন, গাজী কামরুল ইসলাম সজল, গাজী তৌহিদুল ইসলাম প্রমুখ।

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন