দেশব্যাপী চলমান সহিংসতার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনের অন্তর্ভুক্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘সহিংসতা বিরোধী কনসার্টের’ আয়োজন করা হয়। আজ শুক্রবার ‘সহিংসতার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়' এই শিরোনামে কনসার্টটির আয়োজন করা হয়।
কনসার্টে দেশের নামকরা ব্যান্ডগুলো ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একক ও সমবেত সংগীত, মূকাভিনয় এবং নৃত্য পরিবেশন করেন। কনসার্টে গান পরিবেশন করে শিরোনামহীন, মেঘদল, সহজিয়া, শহরতলী, বাংলা ফাইভ, গানপোকা, গানকবি, কৃষ্ণপক্ষ, কাল, অবলিক, অর্জন, গঞ্জে ফেরেশতা এবং বুনোফুল নামের ব্যান্ড। একক সংগীত পরিবেশন করেন জয় শাহরিয়ার, তুহিন কান্তি দাস, সাহস মোস্তাফিজ, লালন মাহমুদ, তন্ময়, প্রিয়াঙ্কা পাণ্ডে, রাহিম, অর্ঘ্য, অর্চন, উদয়, অপু, উপায় এবং অনিন্দ্য। নৃত্য পরিবেশন করেন উম্মে হাবিবা এবং আবু ইবনে রাফি। এ ছাড়া ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন মূকাভিনয় পরিবেশন করে।