হোম > সারা দেশ > ঢাকা

আইইবির ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকৌশলীদের অংশগ্রহণে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) ১৮টি কেন্দ্র ও ৩৩টি উপ-কেন্দ্রে সংগঠনটির ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে।

শনিবার সকালে রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) প্রাঙ্গণে জাতীয় পতাকা ও আইইবির পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উদ্বোধন করেন আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নূরুল হুদা, আইইবির সাবেক প্রেসিডেন্ট ও বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর ও আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন (শীবলু)। 

পরে আইইবির ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকৌশলীদের অংশগ্রহণে আইইবি সদর দপ্তর প্রাঙ্গণ থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত একটি র‍্যালি বের হয়। র‍্যালি শেষে আইইবি সদর দপ্তর প্রাঙ্গণে শহীদ প্রকৌশলী মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের ফলক উন্মোচন করেন আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নূরুল হুদা। 

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নূরুজ্জামান, প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ, প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, প্রকৌশলী এস. এম. মনজুরুল হক মঞ্জু, সম্মানী সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রতীক কুমার ঘোষ, প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিন, প্রকৌশলী মো. আবুল কালাম হাজারী ও প্রকৌশলী মো. রনক আহসান প্রমুখ। 

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক-২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ