হোম > সারা দেশ > ঢাকা

গ্যাসের বিল তুলতে গিয়ে পুড়ে মরলেন আসিফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের একজন আসিফ। তিনি রাজধানীর একটি গ্যাস সিলিন্ডারের দোকানে কাজ করতেন। গতকাল বৃহস্পতিবার অগ্নিকাণ্ডের ঘটনার একটু আগে ওই ভবনে গ্যাস সিলিন্ডারের বকেয়া বিল তুলতে গিয়ে আটকে যান আসিফ। পরে আর বের হতে পারেননি। 

আজ শুক্রবার সকালে আসিফের মরদেহ শনাক্ত করেন তাঁর বড় ভাই সাহাব উদ্দিন। তাঁরা দুজনে একই গ্যাস সিলিন্ডারের দোকানে কাজ করতেন। নিহত আসিফের পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে ২৫ হাজার টাকা দিয়েছেন ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম হেদায়েতুল ইসলাম। 
 
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে আসিফের লাশ শনাক্ত করার পর সাংবাদিকদের আসিফের বড় ভাই সাহাব উদ্দিন বলেন, ‘আমার ভাই আসিফ আর আমি ঢাকায় একসঙ্গেই থাকতাম। দুজনেই একটা গ্যাসের দোকানে চাকরি করতাম।’ 

সাহাব উদ্দিন আরও বলেন, ‘গতকাল আসিফ ওই ভবনে গ্যাসের বিল তুলতে যায়। সে সময়ই ভবনে আগুন লাগে। ভবনের ভেতরে সে আটকে যায়। পরে আর বের হতে পারেনি।’ তিনি বলেন, আমাদের পাঁচ ভাইয়ের মধ্যে আসিফ সবার ছোট। আসিফের গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়। 

এদিকে, সরকারি ঘোষণার অংশ হিসেবে আসিফের বড় ভাইয়ের হাতে আর্থিক সহায়তার ২৫ হাজার টাকা তুলে দেন ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম হেদায়েতুল ইসলাম।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট