হোম > সারা দেশ > ঢাকা

গ্যাসের বিল তুলতে গিয়ে পুড়ে মরলেন আসিফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের একজন আসিফ। তিনি রাজধানীর একটি গ্যাস সিলিন্ডারের দোকানে কাজ করতেন। গতকাল বৃহস্পতিবার অগ্নিকাণ্ডের ঘটনার একটু আগে ওই ভবনে গ্যাস সিলিন্ডারের বকেয়া বিল তুলতে গিয়ে আটকে যান আসিফ। পরে আর বের হতে পারেননি। 

আজ শুক্রবার সকালে আসিফের মরদেহ শনাক্ত করেন তাঁর বড় ভাই সাহাব উদ্দিন। তাঁরা দুজনে একই গ্যাস সিলিন্ডারের দোকানে কাজ করতেন। নিহত আসিফের পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে ২৫ হাজার টাকা দিয়েছেন ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম হেদায়েতুল ইসলাম। 
 
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে আসিফের লাশ শনাক্ত করার পর সাংবাদিকদের আসিফের বড় ভাই সাহাব উদ্দিন বলেন, ‘আমার ভাই আসিফ আর আমি ঢাকায় একসঙ্গেই থাকতাম। দুজনেই একটা গ্যাসের দোকানে চাকরি করতাম।’ 

সাহাব উদ্দিন আরও বলেন, ‘গতকাল আসিফ ওই ভবনে গ্যাসের বিল তুলতে যায়। সে সময়ই ভবনে আগুন লাগে। ভবনের ভেতরে সে আটকে যায়। পরে আর বের হতে পারেনি।’ তিনি বলেন, আমাদের পাঁচ ভাইয়ের মধ্যে আসিফ সবার ছোট। আসিফের গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়। 

এদিকে, সরকারি ঘোষণার অংশ হিসেবে আসিফের বড় ভাইয়ের হাতে আর্থিক সহায়তার ২৫ হাজার টাকা তুলে দেন ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম হেদায়েতুল ইসলাম।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট