হোম > সারা দেশ > ঢাকা

পরীমণির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় নায়িকা পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে। নতুন দিন ধার্য করা হয়েছে আগামী ৪ সেপ্টেম্বর। আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এই তারিখ ধার্য করেন।

এর আগে গত ১ মার্চ র‍্যাবের উপসহকারী পরিচালক মো. মজিবুর রহমান আদালতে সাক্ষ্য দেন। ওই দিন মামলার অপর দুই আসামি আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেনের আইনজীবীরা সাক্ষীকে জেরা করেন। অন্যদিকে পরীমণি অসুস্থ থাকায় আদালতে হাজির হননি। তাঁর পক্ষের আইনজীবী সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। তবে পরীমণির পক্ষে আংশিক জেরা করার সুযোগ দেওয়া হয়। পরীমণির পক্ষে বাকি জেরার জন্য আজ দিন ধার্য ছিল। কিন্তু তাঁর আইনজীবী নীলাঞ্জনা রিফাত চৌধুরী সময়ের আবেদন করেন। আদালত সময় মঞ্জুর করে নতুন তারিখ ধার্য করেন।

মামলার দুই আসামি আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন আদালতে উপস্থিত ছিলেন। পরীমণি আইনজীবীর মাধ্যমে হাজিরা দেন। গত ৫ জানুয়ারি পরীক্ষাসহ তিনজনের বিরুদ্ধ অভিযোগ গঠন করেন আদালত।

গত বছরের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমণির বাসায় অভিযান চালায় র‍্যাব। পরে গুলশান থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাঁকে। এরপর ৩১ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালত মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত পরীমণির অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। এ মামলায় গত বছরের ৪ অক্টোবর পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট