বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লাখ ২০ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। বাসে স্বাস্থ্যবিধি না মানা এবং রুট পারমিট না থাকায় এসব জরিমানা করেন আদালত।
স্বাস্থ্যবিধির না মানায় ৪০ হাজার ৫০০ টাকা এবং রুট পারমিট না থকায় ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ রোববার ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন জায়গায় বিআরটিএর ৭টি ভ্রাম্যমাণ আদালত এসব অভিযান চালায়। অভিযানকালে ১৭১টি বাস পরিদর্শন করা হয়। স্বাস্থ্যবিধি না মানায় ৩৫টি বাসের নামে মামলা দেওয়া হয়। এ ছাড়া রুট পারমিট না থাকায় দুটি ও রুট ভায়োলশন করায় ৯টি বাসকে জরিমানা করা হয়। এ ছাড়া ২টি বাসকে ডাম্পিংয়ে দেওয়া হয়।