হোম > সারা দেশ > ঢাকা

গুমের অভিযোগে হাসিনাসহ ২৪ জনের বিরুদ্ধে শাহজাহানপুর থানায় মামলা

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

চার বছর আগে গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৩০ জনকে।

আজ বুধবার রাজধানীর শাহজাহানপুর থানায় এ মামলা করেন বিএনপির এককর্মী সৈয়দ হাসান মাহমুদ। মামলায় তাঁকে হেফাজতে নিয়ে নির্যাতনের অভিযোগ করেন। এতে দীর্ঘমেয়াদে অসুস্থ হওয়া ও অঙ্গহানি ঘটেছে বলে দাবি তাঁর।

শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম বলেন, মামলায় সাবেক প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, কয়েকজন পুলিশ কর্মকর্তাসহ ২৪ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে হাসান মাহমুদ অভিযোগ করেন, ২০২০ সালের দিকে তাকে দুই দফায় গুম করা হয়। ওই সময়ে নব্বইয়ের গণঅভ্যুত্থানে শহীদ নূর হোসেনকে সংসদ সদস্য মশিউর রহমান রাঙা মাদকাসক্ত বলে আখ্যা দিলে তিনি এর বিরুদ্ধে আওয়াজ তোলেন। এরপরই তার জীবনে নির্যাতন নেমে আসে।

মামলায় ঘটনার বিবরণে বলা হয়, প্রথমে তাকে শাহজাহানপুর থানা এলাকা থেকে গুম করা হয়। তাকে আইনশৃঙ্খলা বাহিনী হেফাজতে নিয়ে ইলেকট্রিক শক, যৌনাঙ্গে ইট বেঁধে রাখাসহ বিভিন্ন ধরনের নির্যাতন করেন। নির্যাতনের ফলে স্ট্রোক হওয়ার পর একটি চোখের দৃষ্টিশক্তি প্রায় চলে গেছে।

এজাহার সূত্রে জানা যায়, হাসান মাহমুদ বিএনপির রাজনীতিতে জড়িত। একবার দলের পক্ষ থেকে ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনের জন্য মনোনয়নও পেয়েছিলেন।

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন