নরসিংদীর মনোহরদীতে প্রথম শ্রেণির এক স্কুলছাত্রীকে হানিফা (৪৫) নামের এক ব্যক্তি কর্তৃক ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার থানায় এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।
হানিফা (৪৫) মনোহরদী উপজেলার শুকুন্দী টেকির পাড়া গ্রামের মৃত সোবহানের ছেলে।
জানা যায়, গতকাল রোববার দুপুরে পার্শ্ববর্তী চাচার বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে প্রতিবেশী হানিফা ভুক্তভোগী শিশুটিকে খাওয়ানোর লোভ দেখিয়ে তাঁর দোকানের ভেতর নিয়ে ধর্ষণের চেষ্টা করে। কান্নাকাটি করে সেখান থেকে ছাড়া পাওয়ার পর মেয়েটি তার মাকে ঘটনাটি জানায়। খবর পেয়ে তার বাবা ও প্রতিবেশী কয়েকজন হানিফার খোঁজে গেলে তিনি দৌড়ে পালিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে আজ সোমবার মনোহরদী থানায় একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে মনোহরদী থানার ওসি ফরিদ উদ্দীন জানান, ‘থানায় ধর্ষণ চেষ্টার মামলা দায়ের হয়েছে। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নরসিংদী পাঠানো হয়েছে। আসামি পলাতক, তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’