ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় ধানমন্ডি এলাকার বিক্ষুব্ধ নগরবাসী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের কুশপুত্তলিকা দাহ করেছে। আজ শনিবার রাজধানীর ধানমন্ডি সায়েন্স ল্যাবরেটরি মোড় এলাকায় এক মানববন্ধনে এই কুশপুত্তলিকা দাহ করা হয়।
মানববন্ধনে বক্তারা মেয়র তাপসের কঠোর সমালোচনা করে বলেন, প্রতিদিনই রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। অথচ বর্তমান নগর পিতা পরিবার নিয়ে প্রমোদ ভ্রমণে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। ডেঙ্গুতে অতিষ্ঠ নগরবাসী মৃত্যুঝুঁকিতে আছে, আর মেয়র আছেন বিদেশে ফুর্তিতে। ব্যর্থতার অভিযোগ মাথায় নিয়ে মেয়রের পদত্যাগও দাবি করেন বিক্ষুব্ধ নাগরিকেরা।
এর আগে গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবেও পুরান ঢাকাবাসীর ব্যানারে তাপসের কুশপুত্তলিকা পোড়ানো হয়।