হোম > সারা দেশ > ঢাকা

দক্ষিণখানে নবজাতকের বিচ্ছিন্ন মাথা উদ্ধার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর দক্ষিণখানে এক নবজাতকের বিচ্ছিন্ন মাথা উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে দক্ষিণখানের চালাবন হাজীপাড়ার হাজী বিল্লাত আলী স্কুল সংলগ্ন আব্দুল হালিমের খালি প্লট থেকে নবজাতকের বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়।

হাজীপাড়ার বাসিন্দা জান্নাতুল মাওয়া আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে রাস্তার পাশের খালি প্লটের মধ্যে নবজাতকের মাথার অংশটি পড়ে ছিল। জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ কল দিলে ঘটনাস্থলে দক্ষিণখান থানা-পুলিশ আসে।’

একই এলাকার এক নারী বাসিন্দা আজকের পত্রিকাকে বলেন, ‘বেলা ১১টা, সাড়ে ১১টার দিকে এক নারী ওই প্লটের ঝোঁপের পাশে দাঁড়িয়ে ছিল। ধারণা করা হচ্ছে, সেই অজ্ঞাত নারীই নবজাতকের মরদেহের মাথার অংশ ফেলে গেছে।’

দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) রিশিত খান আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ কল পেয়ে হাজীপাড়া থেকে এক নবজাতকের মাথার অংশ উদ্ধার করা হয়েছে। তবে নবজাতকটি ছেলে না মেয়ে তা বলা যাচ্ছে না। কারণ নবজাতকের বডির (দেহের) নিম্নাঅংশ ছিল না।’

এসআই রিশিত বলেন, ‘ধারণা করা হচ্ছে, গর্ভে অপরিপক্ব অবস্থায় পাঁচ-ছয় মাস ছিল। পরে গর্ভপাত করে সন্তানটিকে ভূমিষ্ঠ করা হয়েছে। গর্ভপাতের সময় নবজাতকের নিম্নাংশ ছিড়ে গেছে।’

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন খান আজকের পত্রিকাকে বলেন, ‘নবজাতকের মাথার অংশ উদ্ধারের ঘটনায় দক্ষিণখান থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট