হোম > সারা দেশ > ঢাকা

দক্ষিণখানে নবজাতকের বিচ্ছিন্ন মাথা উদ্ধার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর দক্ষিণখানে এক নবজাতকের বিচ্ছিন্ন মাথা উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে দক্ষিণখানের চালাবন হাজীপাড়ার হাজী বিল্লাত আলী স্কুল সংলগ্ন আব্দুল হালিমের খালি প্লট থেকে নবজাতকের বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়।

হাজীপাড়ার বাসিন্দা জান্নাতুল মাওয়া আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে রাস্তার পাশের খালি প্লটের মধ্যে নবজাতকের মাথার অংশটি পড়ে ছিল। জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ কল দিলে ঘটনাস্থলে দক্ষিণখান থানা-পুলিশ আসে।’

একই এলাকার এক নারী বাসিন্দা আজকের পত্রিকাকে বলেন, ‘বেলা ১১টা, সাড়ে ১১টার দিকে এক নারী ওই প্লটের ঝোঁপের পাশে দাঁড়িয়ে ছিল। ধারণা করা হচ্ছে, সেই অজ্ঞাত নারীই নবজাতকের মরদেহের মাথার অংশ ফেলে গেছে।’

দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) রিশিত খান আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ কল পেয়ে হাজীপাড়া থেকে এক নবজাতকের মাথার অংশ উদ্ধার করা হয়েছে। তবে নবজাতকটি ছেলে না মেয়ে তা বলা যাচ্ছে না। কারণ নবজাতকের বডির (দেহের) নিম্নাঅংশ ছিল না।’

এসআই রিশিত বলেন, ‘ধারণা করা হচ্ছে, গর্ভে অপরিপক্ব অবস্থায় পাঁচ-ছয় মাস ছিল। পরে গর্ভপাত করে সন্তানটিকে ভূমিষ্ঠ করা হয়েছে। গর্ভপাতের সময় নবজাতকের নিম্নাংশ ছিড়ে গেছে।’

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন খান আজকের পত্রিকাকে বলেন, ‘নবজাতকের মাথার অংশ উদ্ধারের ঘটনায় দক্ষিণখান থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।’

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে